সংবাদ সংগ্রহ করতে গিয়ে ত্রিপুরায় খুন সাংবাদিক

আগরতলা, ২১ সেপ্টেম্বরঃ  গৌরী লঙ্কেশের হত্যার রেশ কাটতে না কাটতে খুন হলেন আরও এক সাংবাদিক। বুধবার সংবাদ সংগ্রহ করার সময় ত্রিপুরায় কুপিয়ে খুন করা হল এক টেলিভিশন সাংবাদিককে। ওই সাংবাদিকের নাম শান্তনু ভৌমিক (২৮)। কয়েকদিন ধরেই পৃথক রাজ্যের দাবিতে হিংসাত্মক আন্দোলন শুরু করেছে ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা (আইপিএফটি)। সিপিএম ও আইপিএফটি-র মধ্যএ সংঘর্ষে খোয়াই, তেলিয়ামোড়া ও জিরানিয়ায় মহকুমায় ইতিমধ্যেই পুড়েছে প্রচুর গাড়ি, ভাঙচুর করা হয়েছে বহু বাড়িতে। বুধবার সকালে আগরতলা থেকে ২৫ কিমি পূর্বে মান্দাই এলাকায় ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা আইপিএফটি ও ত্রিপুরা উপজাতি গণ মুক্তি পরিষদের মধ্যে সংঘর্ষ চলছিল। স্থানীয় একটি কেবল টিভি চ্যানেলের জন্য সেই খবরই সংগ্রহ করছিলেন সাংবাদিক শান্তনু। সেই সময় আইপিএফটি কর্মীরা তাঁকে নির্মমভাবে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় শান্তনু ভৌমিকের। ঘটনার পর চার আইপিএফটি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মান্দাইয়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। প্রকাশ্যে এই ভাবে খুনের ঘটনায় প্রশ্নের মুখে সাংবাদিকদের  নিরাপত্তা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2wIyBHj

September 21, 2017 at 01:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top