ব্রাজিল জাতীয় ফুটবল দলের অন্যতম সদস্য মার্সেলো ভিয়েরা রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। আগামী ২০২১-২২ মৌসুম পর্যন্ত স্প্যানিশ ক্লাবটিতে থাকবেন এই ব্রাজিলিয়ান ফুল-ব্যাক। ২৯ বছর বয়সি মার্সেলো ২০০৬ সালে রিয়ালে যোগ দেন। ক্লাবটির হয়ে ৪০৬ ম্যাচ খেলেছেন। গোল করেছেন ২৮টি। এই সময়ে তিনি রিয়ালের হয়ে জিতেছেন তিনটি চ্যাম্পিয়নস লিগ, চারটি লা লিগা, দুটি কোপা ডেল রে এবং দুটি ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা। গত শনিবার লেভান্তের সঙ্গে রিয়ালের ১-১ গোলে ড্র ম্যাচে প্রতিপক্ষের জেফারসন লারমাকে লাথি মেরে লাল কার্ড দেখেন মার্সেলো। এতে তিনি দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। মার্সেলো আগামী রোববার রিয়াল সোসিয়েদাদ ও ২০ সেপ্টেম্বর রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না। আরএস/১০:১৪/১৪ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wYni1G
September 14, 2017 at 04:20PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন