মাধবপুরে দুর্বৃত্তদের হাতে ব্যবসায়ী খুন

নিজস্ব প্রতিনিধি:: হবিগঞ্জের মাধবপুরে কামরুল ইসলাম সোহাগ নামে এক ব্যবসায়ী দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় তার লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের মৃত মাসুক মিয়ার ছেলে সোহাগ (৩০) বাড়ি থেকে বের হলে রাত ১০টার দিকে মাদারগড়া রেল লাইনের অদূরে স্থানীয় লোকজন তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। মাথায় ও পায়ে আঘাত প্রাপ্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতাদির হোসেন পিপিএম জানান, মরদেহের মাথায় একটি আঘাত রয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট ছাড়া নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।

সিনিয়র সহকারী পুলিশ সুপার এস.এম রাজু আহমেদ জানান, ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোন এজাহার দেওয়া হয়নি, তবে হত্যাকাণ্ডের সঠিক রহস্যে উন্মোচন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2jteZpf

September 15, 2017 at 08:30PM
15 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top