লরির ধাক্কায় মৃত ২, আহত ১

মূর্শিদাবাদ, ২২ সেপ্টেম্বরঃ লরির ধাক্কায় মৃত্যু হল ২ মাছ ব্যবসায়ীর। গুরুতর আহত আরও একজন। শুক্রবার ভোরবেলায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নবগ্রাম থানার শিবপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কে।

স্থানীয় সূত্রে খবর, এদিন ভোর রাতে শিবপুর টোল গেট সংলগ্ন এলাকায় মালদা থেকে বহরমপুরগামী একটি লরি পেছন থেকে একটি লছিমন গাড়িকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ ব্যক্তির। ঘটনায় গুরুতর আহত হয় লছিমন গাড়ির চালক। স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়। দূর্ঘটনার পর অন্ধকারে গা ঢাকা দিতে সক্ষম হয় ঘাতক গাড়িটির চালক।

মৃতের পরিবার সূত্রে খবর, প্রতিদিনের মতোই নন্দকুমার হালদার ও গণেশ সরকার দুজনে মাছ বিক্রির উদ্দেশ্যে বহরমপুর যাচ্ছিলেন একটি লছিমন গাড়িতে চেপে। নবগ্রাম থানার গুড়োপাশলা গ্রামের বাসিন্দা নন্দকুমারবাবু। ভরতপুর থানার পল্লীশ্রী গ্রামের বাসিন্দা ছিলেন গণেশবাবু। লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনেরই। ঘটনায় গুরুতর আহত লছিমন গাড়ির চালক বীরেন মার্জিত। ঘাতক লরির চালক মদ্যপ অবস্থায় থাকার কারণে এই দুর্ঘটনা বলে স্থানীয়দের অভিযোগ। ঘটনার তদন্তে নবগ্রাম থানার পুলিশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xj2RwK

September 22, 2017 at 01:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top