বিশ্বনাথের বিভিন্ন এলাকায় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে এমপি এহিয়া চৌধুরী

DSC_1649মো. আবুল কাশেম, বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়া। শারদীয় দুর্গোসবের মহানবমীর দিন (শুক্রবার) বিকেলে ওই পরিদর্শন করেন তিনি। এসময় তিনি উপজেলার দিঘলী শিব ও দূর্গাবাড়ি সার্বজনিন পূজা মন্ডপে এক লক্ষ টাকার অনুদানের চেক প্রদান করেন এবং অনেক মন্ডপ ও শশ্বানের উন্নয়নে প্রতিশ্রুতি প্রদান করেন।

পরিদর্শনকালে বিভিন্ন মন্ডপে প্রধান অতিথির বক্তব্যে ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেন, অনন্য এক দেশ বাংলাদেশ। এই রাষ্ট্র সবার, রয়েছে সকলের সমান অধিকার। এখানে সকল মত ও পথের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন করেন। তাই বাংলাদেশের মানুষ ঈদে কিংবা পূজার আনন্দ সবাই সবার সাথে ভাগ করে নেন। সাম্য, সম্প্রীতি, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে তিনি সকলের প্রতি আহবান জানান।

পরিদর্শনের বিভিন্ন মন্ডপে সভাপতিত্ব করেন চপন দাশ পুরকায়স্থ, সুবিনয় মালাকার, সুব্রত ধর বাপ্পী, মঞ্জু দাস ও পরিচালনা করেন বিষু দেব, চন্দন দাস, প্রবীর দে, পার্থ সারথী দাস পাপ্পু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য সহল আল রাজী চৌধুরী, জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এস এম আরশ আলী বাবলু, উপজেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য এম এ রব, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক মনোহর আলী, আব্দুল হান্নান, একেএম দুলাল, জয়নাল আবেদীন, আবুল খয়ের মেম্বার, সুমন আহমদ সুনন। বক্তব্য রাখেন দিঘলী শিব ও দূর্গাবাড়ি আখড়া কমিটির সভাপতি সুনিল কান্তি দে, বিশ্বনাথ সদর সার্বজনিন দূর্গাপূজা মন্ডপের উপদেষ্ঠারনধির দে ফানু, সহ সভাপতি সুব্রত দে সুমন, প্রশান্ত হাওলাদার, যুগ্ম সম্পাদক স্বরণ বৈদ্য, দিঘলী শিব ও দূর্গাবাড়ি সার্বজনিন পূজা মন্ডপ কমিটির যুগ্ম সম্পাদক বিজিত দেব, কোষাধ্যক্ষ সুজিত দেব, কালিজুরী সার্বজনিন পূজা মন্ডপের সহ-সভাপতি বাবুল দাস, অদৈত্য পাঠক, কোষাধ্যক্ষ পংকু দাস, সদস্য রঞ্জু মালাকার, সন্টু কান্ত দে, অকিল বৈদ্য।

বিভিন্ন মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- জাপা নেতা সালেহ আহমদ তোতা, জয়নাল আহমদ মিয়া, তাজ উদ্দিন বাবুল, ফিরোজ আলী, নাছির উদ্দিন মেম্বার, শামিম আহমদ মেম্বার, শাহিন মিয়া, নাজমুল চৌধুরী, উপজেলা যুব সংহতির সদস্য সচিব গোলাম জবদানী, সেচ্ছাসেবক পার্টির সাবেক সভাপতি এস এম শামীম আহমদ, সাবেক আহবায়ক আলা উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য প্রমুখ’সহ দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী ও পূজা কমিটির নেতৃবৃন্দ।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2yfZqYw

September 30, 2017 at 05:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top