ঢাকা, ০৩ সেপ্টেম্বর- চারিদিক থেকে যখন শুধু সিনেমা হল বন্ধের খবর পাওয়া যাচ্ছে, ঠিক সে সময়ই আসল সিনেমাপ্রেমীদের মন ভাল করে দেওয়ার মত আরেকটি খবর। রাজধানীর উত্তরায় এর আগে কোন সিনেমা হল ছিল না। যার কারণে সে এলাকার মানুষদের আশেপাশের কোন হলে গিয়ে সিনেমা দেখতে হত। নতুন খবর হল-দিয়াবাড়িতে ফ্যান্টাসি নামের একটি নতুন প্রেক্ষাগৃহ এবারের ঈদ-উল-আযহা আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। আর প্রথম সিনেমা হিসেবে প্রদর্শিত হচ্ছে শাকিব-বুবলীর জুটির ছবি রংবাজ। ছবিটি পরিচালনা করেছেন আবদুল মান্নান। হল কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, প্রতিদিন চারটি করে শো চলবে। সকাল ১১টা, দুপুর ২টা, বিকেল ৫টা এবং রাত ৮টা। হলটিতে রয়েছে কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, ফুট কোর্ট, সুসজ্জিত অপেক্ষা কক্ষ। প্রাথমিকভাবে একটি পর্দা নিয়ে হলটি চালু হয়েছে। পর্যায়ক্রমে আরও দুটি পর্দা যুক্ত করা হবে। এ নিয়ে চলতি বছরে নতুন দুটি হল চালু হলো-ফ্যান্টাসি ও মুন্সিগঞ্জের পিক্স সিনেপ্লেক্স। অন্যদিকে নতুনরূপে যাত্রা করেছে খুলনার খালিশপুরের লিবার্টি হলটি। এদিকে চলচ্চিত্রের মানুষেরা হতাশা ব্যক্ত করছেন একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে তা নিয়ে। প্রদর্শক সমিতির হিসেবে গত এক যুগে ১২০০ থেকে চালু সিনেমা হলের সংখ্যা ৩০০ তে নেমে এসেছে। আর/১০:১৪/০৩ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2gAQvJI
September 04, 2017 at 05:03AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top