কলকাতা, ১৬ সেপ্টেম্বর- রোহিঙ্গা গণহত্যা ইস্যুতে শুরুতে মিয়ানমারের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেয় ভারত। আন্তর্জাতিক ফোরামেও সেটা জানান দেয় নরেন্দ্র মোদির সরকার। এমনকি একধাপ এগিয়ে ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের তাড়িয়ে দেওয়ার ঘোষণা দেয়া হয়। তবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সুর মেলাননি পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কোনো রোহিঙ্গাকে ফেরত পাঠানোর পরিকল্পনা নেই বলে জানান তিনি। এবার রোহিঙ্গাদের সহযোগিতায় জাতিসংঘের আহ্বানে সমর্থন দিয়ে শুক্রবার টুইট করেছেন মমতা। তিনি লিখেছেন, রোহিঙ্গাদের সহযোগিতায় জাতিসংঘের আহ্বান আমরা অবশ্যই সমর্থন করি। সব সাধারণ রোহিঙ্গাকে আমরা সন্ত্রাসী মনে করি না। আমরা আসলেই উদ্বিগ্ন। গত ২৫ আগস্ট থেকে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানে কয়েক হাজার রোহিঙ্গা নিহত হন। গণহত্যার মুখে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় চার লাখ রোহিঙ্গা যাদের বেশির ভাগই নারী ও শিশু। অভিযান চলাকালে মিয়ানমার সফরে গিয়ে রোহিঙ্গা নিধনযজ্ঞে অং সান সূচির সরকারের পাশে থাকার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকি ভারতে আশ্রয় নেওয়া ৪০ হাজার রোহিঙ্গাকেও বিতাড়িত করার ঘোষণা দেয় মোদি সরকার। সুপ্রিম কোর্টে মোদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রোহিঙ্গাদের মধ্যে জঙ্গি সংগঠনের প্রভাব রয়েছে। ফলে তাদের ভারতে থাকতে দেওয়া নিরাপদ নয়। আর/১০:১৪/১৬ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2xHa36C
September 17, 2017 at 05:57AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন