শিবগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাঁইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের উমরপুর ঘাটে ঐতিহ্যবাহী নৌকা বাঁইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কয়লার দিয়াড় চমৎকার বাজার ঘাট উন্নয়ন সমিতির আয়োজনে এ নৌকা বাঁইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলে কয়লার দিয়াড় চমৎকার বাজারে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি জেম বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ) আসনের সাংসদ মোহা. গোলাম রাব্বানী। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান বাবু, দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হক বাদশা, ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর কাদির, মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, চককীর্তি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ পাভেল প্রমূখ। নৌকা বাঁইচ খেলা মোট আটটি দল অংশগ্রহণ করেন। ফাইনাল খেলায় কয়লার দিয়াড় সবুর মাঝির দলকে হারিয়ে উমরপুর শ্যালক মাঝির দল বিজয়ী লাভ করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ০৫-০৯-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2w3czyA

September 05, 2017 at 08:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top