মো. আবুল কাশেম, বিশ্বনাথ :: সিলেট-২ আসনের সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ইলিয়াস আলীকে হারিয়ে সিলেট-২ আসন জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিয়েছিলেন এলাকার মানুষ। আগামী সংসদ নির্বাচন নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করব ইনশাআল্লাহ। আবারও এ আসন জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে সকল ধর্মের মানুষ, শান্তিপূর্ণভাবে নিজেদের ধর্ম পালন করছেন। ‘ধর্ম যার যার, উৎসব সবার’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আসন্ন শারদীয় দূর্গা পূজাও সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। এজন্য প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা ও নেতাকর্মীদের স্বজাগ দৃষ্টি থাকবে।
তিনি আরও বলেন, জাতির জনকের কন্যার নেতৃত্বে দেশের সকল ক্ষেত্রে সমভাবে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হওয়ার ফলে দেশ উন্নয়নের মহাসড়কে রয়েছে। যার কারণে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে। আর সকল ষড়যন্ত্রকারীদের প্রতিহত করে দূর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। রোহিঙ্গাদের আশ্রয়-বিনামূল্যে চিকিৎসা সেবা- খাবার দিয়ে জাতিসংঘে বিশ্ব নেতাদের প্রশংসা পেয়েছেন বাংলার রাখাল রাজার কন্যা জননেত্রী শেখ হাসিনা।
তিনি সোমবার সকালে সিলেটের বিশ্বনাথে ‘শারদীয় দূর্গা পূজা’ উপলক্ষে সিলেটের বিশ্বনাথে সনাতন ধর্মালম্বীদের মাঝে নিজের ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৪ শতাধিক পরিবারের সদস্যদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি দেবব্রত চক্রবর্তী দেবু ও স্বাগত বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত কুমার পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়ন্ত আচার্য্যরে পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার, থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, বালাগঞ্জ-ওসমানী নগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পিনাক বাণী চক্রবর্তী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সমছু মিয়া, যুগ্ম সম্পাদক মোঃ আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, প্রচার সম্পাদক নিখিল পাল, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক ফজলু মিয়া, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক জয়ন্ত কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক বিভাংশু গুন বিভু, উপজেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ মালাকার, আওয়ামী লীগ নেতা সুফি শামছুল ইসলাম, মহব্বত আলী, হাজী আরিফুল্লাহ সিতাব, শংকর চন্দ্র ধর, আবুল বশর চৌধুরী, শাখাওয়াত হোসেন, ময়না মিয়া, বাবুল নাথ, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি সাধন দাশ, বর্তমান সাংগঠনিক সম্পাদক আরান দেব, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, যুবলীগ নেতা আবদুল হক, রফিক হাসান মেম্বার, আবদুল আজিজ সুমন, শামীম আহমদ, নন্দ লাল বৈদ্য, সঞ্চিত আচার্য্য, দবির মিয়া, নাইম আহমদ, জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুল, সদস্য মনঞ্জুরুল ইসলাম মজনু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, সেচ্ছাসেবক লীগ নেতা রফিক মিয়া, রফিক আলী, সিজিল মিয়া, নিজাম উদ্দিন, কেন্দ্রীয় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সমাজ সেবা সম্পাদক ডাঃ নাজরা চৌধুরী, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ফেরদৌস খান, সাংগঠনিক সম্পাদক শেখ কবিরুল ইসলাম, উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি কানু রঞ্জন দেব, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুহেল আহমদ মুন্না, সাবেক সহ সভাপতি আনোয়ার আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ, টিটু দাশ, জাকির হোসেন, কয়েছ আহমদ প্রমুখ।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2frReN4
September 25, 2017 at 03:57PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন