ময়নাগুড়ি, ১৭ সেপ্টেম্বরঃ গন্ডারটিকে রাত দিন দাঁড়িয়ে থাকতে দেখে খুব রাগ হত। আসলে নিজের এলাকা বলে কথা! অন্যের দাদাগিরি সহজে মেনে নেবেই বা কেন? মেনে নেওয়ার কথাও নয়। তাই নিজের রাগটা আর ধরে রাখতে পারল না ষাঁড়টি। গরুমারা জাতীয় উদ্যানের প্রবেশদ্বারে থাকা ফাইবারের গন্ডারের মূর্তিটির উপর রীতিমতো চড়াও হল ষাঁড়টি। একেবারে ভেঙে গুঁড়িয়ে দিল গন্ডারের ফাইবারের মূর্তিটিকে।
ময়নাগুড়ি ব্লকের রামশাইতে গরুমারা জাতীয় উদ্যানের প্রবেশদ্বারে এই ঘটনাটি ঘটেছে। গত কয়েকদিন আগে এই ঘটনাটি ঘটার পর বনকর্মীরা গন্ডারের ফাইবারে মূর্তিটিকে বাঁশ দিয়ে ঘেরাও করে রাখেন। বন কর্মীরা জানান, মূর্তিটি মেরামতির উদ্যোগ নেওয়া হয়েছে। বনকর্মীরা জানান, এই ঘটনার পর ষাঁড়টি এখন আর এই পথ মারায় না।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2wkjFUB
September 17, 2017 at 12:26PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন