ঢাকা, ০১ সেপ্টেম্বর- দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শনিবার ত্যাগের মহিমা নিয়ে পবিত্র ঈদ উল আজহা উৎযাপন করতে যাচ্ছে দেশবাসী। শুক্রবার দুপুরে নিজের ফেসবুকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে স্ত্রী শিশিরকে সঙ্গে নিয়ে নিজের একটি ছবি পোস্ট করেন সাকিব।মিরপুর টেস্ট জয়ের মহানায়ক সাকিব জানান, তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অনুপ্রেরণা প্রিয়তমা স্ত্রী শিশির। সাকিব সাধারণত ঈদ করেন মাগুরাতে। কিন্তু এবার চট্টগ্রামে টিমমেটদের সঙ্গে ঈদ করবেন সাবিক। শুক্রবার বিকালে চট্টগ্রামে পৌঁছার কথা রয়েছে বাংলাদেশ দলের। ৪ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। ২ ম্যচ সিরিজে ইতিমধ্যে ১-০তে এগিয়ে আছে বাংলাদেশ। আর/১৭:১৪/০১ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2xCB4o8
September 01, 2017 at 11:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top