ফালাকাটায় বাস দুর্ঘটনায় আহত ২২

ফালাকাটা, ৪ সেপ্টেম্বরঃ ফালাকাটায় বাস দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২২ জন। আজ দুপুর নাগাদ ধূপগুড়ি-ফালাকাটা ৩১ নম্বর সড়কের জয়চাঁদপুর এলাকায় ঘটনাটি ঘটেছে।

সূত্রের খবর, এদিন যাত্রীবাহী দুটি বেসরকারি বাস শিলিগুড়ি থেকে কোচবিহার যাচ্ছিল। দ্রুতগতিতে ওই দুটি বাস একে অপরকে টেক্কা দিতে শুরু করে। সেইসময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস অপর বাসটিকে ধাক্কা মারলে দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন ২২ জন। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফালাকাটা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। এরমধ্যে ১৮ জনকে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়েছে। অপর ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের অন্যত্র পাঠানো হয়েছে। ঘটনার পরই ওই দুটি বাসের চালক পলাতক। দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দুটিকে আটক করে ফালাকাটা থানার পুলিশ। ঘটনার তদন্ত চলছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2eVp4qd

September 04, 2017 at 06:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top