টরন্টো, ৯ সেপ্টেম্বর- বাংলাদেশের অনেকাংশ আজ ভয়াবহ বন্যায় প্লাবিত। ইতিমধ্যেই বন্যার পানি নামতে শুরু করেছে। তবে বন্যা পরবর্তী সময়ে মানুষের দুর্ভোগ আরও বাড়ছে। বন্যার্তদের সহযোগিতার উদ্দেশ্যে তহবিল সংগ্রহের জন্য টরন্টোতে এক কনসার্টের আয়োজন করেছে হোপ বাংলাদেশ ফাউন্ডেশন। টরন্টো এবং বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের নিয়ে ১০ সেপ্টেম্বর (রোববার) স্থানীয় সময় বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত আয়োজন করা হয়েছে কনসার্ট ফর বাংলাদেশ। নগরীর গ্র্যান্ড প্যালেস কনভেনশন সেন্টারে এ কনসার্ট অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানান, কনসার্টের সংগৃহীত অর্থ দিয়ে দেশের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের চাষাবাদের জন্য কৃষিপণ্য দিয়ে সহযোগিতা করা হবে। যাদের জমি নেই তাদের প্রতি পরিবারে অন্তত একটি ছাগল এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনে দেয়ার পরিকল্পনা করা হয়েছে। কানাডায় বসবাসকারী বাংলাদেশীদের নিয়ে দেশের অসহায় বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wg8nLT
September 09, 2017 at 10:57PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন