সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ঈদ উপলক্ষে তিন কয়েদির মুক্তি

সুুরমা টাইমস ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার (০১ সেপ্টেম্বর) সকালে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ৩ কয়েদিকে মুক্তি দেওয়া হয়েছে। এরা দীর্ঘদিন থেকে চুরির মামলায় সাজা ভোগ করছিল। কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

মুক্তিপ্রাপ্তরা হলেন- দুলাল আহমদ, দেলোয়ার হোসেন ও আশিক মিয়া।

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানান- তারা চুরির মামলায় কারাগারে ছিল। প্রায় এক মাস কিংবা আরও দেড় মাস সাজা ভোগ করার কথা ছিল তাদের। কারাগারে খুব ভালো আচরণ করেছে তারা। এ কারণে কারাগার থেকে মন্ত্রণালয়ে তাদের মুক্তির জন্য সুপারিশ করে আবেদন করা হলে তা মঞ্জুর হয়।

তিনি আরও জানান- বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে কারাগারের ফ্যাক্সে তাদের মুক্তির আদেশ আসে। আদেশ পাওয়ার পর শুক্রবার (০১ সেপ্টেম্বর) সকাল ১১টায় সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করে তাদের মুক্তি দেয়া হয়। মুক্তির খবর পেয়ে তারা খুব উল্লসিত ছিল। আর কখনো কোনও অপরাধের সঙ্গে সম্পৃক্ত হবে না বলে তারা কথা দিয়েছে আমাকে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2wXDtgo

September 01, 2017 at 08:04PM
01 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top