নিউইয়র্কে কুমিল্লা সমিতির নেতার উপর হামলা

নিজস্ব প্রতিবেদক ● নিউইয়র্কের ব্রঙ্কসে বৃহত্তর কুমিল্লা সমিতির সিনিয়ার সহ সভাপতি মো. খবির উদ্দিন ভূইয়া (৫৮) দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন। এ ঘটনাকে কমিউনিটি নেতৃবৃন্দ হেইট ক্রাইম বলে ধারনা করছেন। গত ২৭ সেপ্টেম্বর বুধবার রাত প্রায় আট টায় ব্রঙ্কসের ক্যাসেলহিল সাবওয়ের অদূরে ক্যাসেলহিল এবং স্টারলিং এভিনিউর কর্ণারে মো. খবির উদ্দিন ভূইয়া কে ৪/৫জন যুবক এলোপাতারি কিল ঘুষি মেরে মারাত্মক জখম করে।

মো. খবির উদ্দিন ভূইয়ার দেশের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। তিনি সপরিবারে দীর্ঘদিন ওই এলাকায় বসবাস করছেন।

ভিকটিম মো. খবির উদ্দিন ভূইয়া জানান, ওই দিন রাত প্রায় ৮ টায় স্টারলিং-বাংলাবাজারের স্থানীয় একটি গ্রোসারী স্টোর থেকে বাজার করে বাসায় ফেরার পথে অতর্কিত হামলার শিকার হন। দুর্বৃত্তরা আকশ্মিক তার মুখে এবং শরীরে প্রচন্ড ভাবে আঘাত করে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে দেয়। তারা তার সাথে থাকা ফোন কিংবা অর্থ কড়ি কোন কিছুই নেয়নি। আঘাতে খবির উদ্দিন ভূইয়া মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার আত্মচিৎকারে এ পথ দিয়ে যাওয়া এক বাঙালী ক্যাব চালক সাহায্যে এগিয়ে আসেন। কল করেন পুলিশে। এসময় সন্ত্রাসীরা পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে পুলিশ এসে তাকে স্থানীয় জ্যাকবী হসপিটালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে এম্বুলেন্সে করে বৃহস্পতিবার ভোরে তাকে তার বাসায় পৌঁছে দেয়া হয়। তিনি এখন বাসায় বিশ্রামে রয়েছেন। তবে তার আরো উচ্চতর পরীক্ষা-নীরিক্ষা প্রয়োজন রয়েছে বলে ডাক্তাররা তাকে জানিয়েছেন বলে জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনার সঙ্গে জড়িত হামলাকারীদের গ্রেফতার করেতে পারেনি।

এদিকে এ দূর্ঘটনার সংবাদ পেয়ে বাংলাদেশী কমিউনিটির অনেকেই হাসপাতালে ছুটে যান। এর আগেও এধরনের আরো কয়েকটি সন্ত্রাসী ঘটনায় ব্রঙ্কসে বাংলাদেশী কমিউনিটিতে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। কমিউনিটি নের্তৃবৃন্দ এ ঘটনাকে হেইট ক্রাইম বলে মনে করেন। বর্ণবৈষম্য হামলাসহ সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

এদিকে, পুলিশের বরাত দিয়ে মো. খবির উদ্দিন ভূইয়া জানান, তার ওপর হামলাকারীদের গ্রেফতারে পুলিশ জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। হামলাকারীদের চেনেন কিনা পুলিশ তাকে এ বিষয়ে জিজ্ঞেস করেছিলেন। তার কাছে এ ঘটনার কোন ছবি কিংবা ভিডিও চিত্র রয়েছে কিনা তাও জানতে চেয়েছিল। তিনি পুলিশকে জানিয়েছেন, হামলাকারীদের তিনি চেনেন না এবং ঘটনার কোন ছবি কিংবা ভিডিও চিত্রও নেই।

The post নিউইয়র্কে কুমিল্লা সমিতির নেতার উপর হামলা appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2fF5FO5

September 30, 2017 at 10:06AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top