নিজস্ব প্রতিবেদক ● শনিবার বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে ঘর গুছিয়ে নিয়েছে সাতটি দল। ড্রাফটের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেওয়া হিসেব অনুযায়ী সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। এই দুই দলের খরচের অঙ্ক সমান- দুই কোটি ৬২ লাখ টাকা।
কুমিল্লা-রংপুরের পর খেলোয়াড় ক্রয়ের অঙ্কে দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা টাইটানস। তারা ব্যয় করেছে দুই কোটি ৫৪ লাখ টাকা।
তৃতীয় স্থানে যৌথভাবে আছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও রানার্সআপ রাজশাহী কিংস। ঢাকা ও রাজশাহী দল গড়তে দুই কোটি ৫২ লাখ টাকা করে খরচ করেছে।
নবাগত সিলেট সিক্সার্সের খেলোয়াড় ক্রয়ের পেছনে ব্যয় দুই কোটি ৩৫ লাখ টাকা। সাত দলের মধ্যে সবচেয়ে কম খরচ করেছে চিটাগং ভাইকিংস, দুই কোটি ২০ লাখ টাকা।
সাতটি ফ্র্যাঞ্চাইজি দল সাজাতে মোট খরচ করেছে ১৭ কোটি ৩৭ লাখ টাকা। এর মধ্যে দেশি ক্রিকেটারদের পেছনে ব্যয় হয়েছে ১৪ কোটি ৬৫ লাখ টাকা, বিদেশিদের ক্ষেত্রে তা দুই কোটি ৭২ লাখ টাকা।
The post বিপিএলে সবচেয়ে বেশি খরচ কুমিল্লার appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2hamhK1
September 17, 2017 at 09:51PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন