ডেথ সার্টিফিকেট ছাড়াই ১৪টি মৃতদেহ দান লখনউয়ের মেডিক্যাল কলেজে

লখনউ, ৯ সেপ্টেম্বরঃ ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত গুরমিত রাম রহিম সিংয়ের গ্রেফতারির পর ডেরা সচ্চা সৌদার কাজকর্মে একের পর এক গরমিল প্রকাশ্যে আসতে শুরু করেছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, লখনউয়ের জিসিআরজি ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস নামে একটি বেসরকারি হাসপাতালে গবেষণার জন্য সিরসার ডেরা সদর দফতর থেকে ১৪টি দেহ  পাঠানো হয়েছিল। কোনো মৃতদেহের সঙ্গেই ছিল না কোনো ডেথ সার্টিফিকেট বা মেডিক্যাল কলেজে দেহ জমা দেওয়ার জন্য কোনো অনুমতিপত্র। গত ১৯ আগস্ট উত্তরপ্রদেশ সরকারকে এবিষয়ে একটি নোট পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

সেখানে এই ঘটনাকে যথেষ্ট গুরুত্বপূর্ণ ইস্যু বলা হয়েছে।

কিভাবে কোনো মেডিক্যাল কলেজ ডেথ সার্টিফিকেট ও অনুমতিপত্র ছাড়া মৃতদেহ জমা নিয়ে পারে এব্যাপারে এলাহাবাদ হাইকোর্ট জিসিআরজি-র কাছে ব্যাখ্যা চেয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রাম রহিমের অনুগামীরা ওই দেহগুলি দান করেছেন। কিন্তু ওই ব্যক্তিদের মৃত্যু কিভাবে হয়েছে তা স্পষ্ট নয়। এদিকে, চিকিত্সকেরা জানিয়েছেন, দেহ দান করতে হলে অত্যাবশ্যক কোনো চিকিৎসক বা হাসপাতালের ইস্যু করা ডেথ সার্টিফিকেট। এর সঙ্গে চাই মৃতের পরিবারের অনুমতিপত্র। ওই কলেজে আপাতত ২ বছরের জন্য ছাত্র ভরতি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দেহগুলির ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। উপযুক্ত তথ্য ও পুলিশি ছাড়পত্র পেলে পুনরায় দেহগুলি হাতে পেতে পারে মেডিক্যাল কলেজ। তবে এখনও উত্তর মেলেনি কেন মৃতদেহগুলির সঙ্গে ডেথ সার্টিফিকেট জমা দেওয়া হয়নি এবং কিভাবেই বা কোনো প্রামাণপত্র ছাড়াই জিসিআরজি দেহগুলি জমা নিয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2vMwwKN

September 09, 2017 at 05:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top