সুরমা টাইমস ডেস্ক: সিলেটের মেয়ে ও সংরক্ষিত নারী আসনের ( ৩১, ৩২ ও ৩৪) নং ওয়ার্ডের কাউন্সিলর বেগম আলেয়া সরোয়ার ডেইজি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মনোনিত হয়েছেন ।
সোমবার (০৪ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র আনিসুল হক অসুস্থতার কারণে লন্ডনে চিকিৎসাধীন থাকায় সিটি কর্পোরেশনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এ সিটি কর্পোরেশনে প্যানেল মেয়র মনোনিত করেছে সরকার।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর মো. ওমসান গনি, ৪নং ওয়ার্ড মো. জামাল মোস্তফা এবং সংরক্ষিত নারী আসনের ( ৩১, ৩২ ও ৩৪) নং ওয়ার্ডের বেগম আলেয়া সরোয়ার ডেইজিকে নিয়ে ৩ সদস্যের প্যানেল মনোনয়ন দিয়েছে সরকার।
ডেউজি সিলেটের গোলাপগঞ্জের একটি সম্ভ্রান্ত ও রাজনৈতিক পরিবারের মেয়ে। বাবা বিশিষ্ট ব্যবসায়ী মো. মতলিব আলী। ডেইজির মামা বাবরুল হোসেন বাবুল ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর সিলেট পৌরসভার প্রথম চেয়ারম্যান পরে উপজেলা চেয়ারম্যান ছিলেন। সিলেট-৬ আসনের সংসদ সদস্য ছিলেন ডেইজির চাচা এ.কে.এম গাউছ ।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2eB8dIP
September 05, 2017 at 06:25PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন