ইসলামাবাদ, ১৬ সেপ্টেম্বর- ইনডিপেন্ডেন্স কাপে বিশ্ব একাদশ এবং পাকিস্তানের মধ্যকার শিরোপা নির্ধারনী তৃতীয় ম্যাচে বিশ্ব একাদশকে ৩৩ রানে হারিয়ে শিরোপা জিতে নিল পাকিস্তান। তিন ম্যাচের সিরিজটি পাকিস্তান জিতে নিল ২-১ ব্যবধানে। আর সেই সাথে প্রত্যাবর্তনটা রঙ্গিন করে রাখল পাকিস্তান। আজ শিরোপা নির্ধারনী ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রন জানায় ফাফ ডু প্লেসিস। এরপর ব্যাট করতে নেমে দারুন সূচনা করে পাকিস্তানের দুই ওপেনার শেহজাদ ও ফখর জামান। ৮.২ ওভারেই ৬১ রানের দারুন জুটি গড়ে তারা। তবে বিশ্ব একাদশের মাথা ব্যথা হওয়া এই জুটি ভাঙ্গে রান আউটের মাধ্যমে। ড্যারেন সামির রান আউটে ধরা পড়ে ২৭ রান করে জামান আউট হলে ভাঙ্গে এই জুটি। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে দারুন ব্যাট চালাতে থাকেন বাবর আজম এবং আহমেদ শেহজদা। দুজনের ঝড়ো ব্যাটিংয়ে গড়েন ১০২ রানের জুটি। এই জুটিও ভাঙ্গে রান আউটের মাধ্যমে। বেইলি এবং বেন কাটিংয়ের যুগলে ধরা পড়ে ৫৫ বলে ৮৯ রান করে সাঝঘরে ফিরেন আহমেদ শেহজাদ। ৮টি চার এবং ৩ টি ছয়ের সাহায্যে এই রান করেন তিনি। তার বিদায়ের পরও চলতে থাকে বাবরের ব্যাট। ৩১ বলে ৪৮ রান করে পেরেরার বলে প্লেসিসের হাতে ধরা পড়েন তিনি। শেষ দিকে ৬ বলে ১৬ রানের ছোট ঝড়ে পাকিস্তানের বড় সংগ্রহে ভুমিকা রাখেন সোয়েব মালিক। বিশ্ব একাদশের পক্ষে ৪ ওভারে ৩৭ রানের বিনিময়ে ২ উইকেট নেন পেরেরা। ১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেছিলেন তামিম ইকবাল। প্রথম ওভারেই ইমদাদ ওয়াশিমকে ৩টি বাউন্ডারি মেরেছিলেন। প্রথম ওভারেই এসেছিল ১৩ রান। তবে দ্বিতীয় ওভারেই ছন্দপতন। দ্বিতীয় ওভারে ওসমান খানের শেষ বলে বোল্ড হয়ে যান তামিম ইকবাল। ৬ বলে ১৩ রান করা তামিম আউট হন ১০ বলে ১৪ রান করে। তামিমের বিদায়ের পর ঝড় তোলেন হাশিম আমলা। ১২ বলে ৪ টি চারের সাহায্যে ২১ রান করেন তিনি। তবে দূর্ভাগ্য জনক রান আউটে ২১ রানেই ফিরে যান তিনি। মিড উইকেটে বল পাঠিয়েই রানের জন্য দৌড় দেয় প্লেসিস। ডাকে সাড়া দেয় আমলাও। কিন্তু পরক্ষনেই নিজের চিন্তা পরিবর্তন করেন প্লেসিস। ফিরে যান আগের জায়গায়। এবার ফিরে আসতে গিয়ে আর ফিরে আসতে পারেননি আমলা। ফলে রান আউট হয়ে বিদায় নেন তিনি। দলীয় ৪১ রানে আমলা আউট হওয়ার পর ৪১ রানেই ব্যাক্তিগত ৫ রানে হাসান আলীর বলে বিদায় নেন বেন কাটিং। বেশিক্ষন টিকেনি প্রথম ম্যাচে নামা জর্জ বেইলি। ১২ বলে মাত্র ৩ রান করে ইমদাদ ওয়াসিমের বলে বিদায় নেন তিনি। দলীয় ৬৭ রানের মাথায় এবার নিজেই রান আউট হয়ে বিদায় নেন প্লেসিস। সাদাব খানের সরাসরি থ্রোতে রান আউট হওয়ার আগে ১৩ রান করেন তিনি। এরপর মিলারের সাথে জুটি বেধে ব্যাট হাতে ঝড় তোলেন দ্বিতীয় ম্যাচে জয়ের নায়ক থিসারা পেরেরা। তবে ঝড় টিকেনি বেশিক্ষন। মাত্র ১৩ বলেই ৩২ রান করে আউট হন তিনি। এরপর একে একে মিলার- মর্কেলরা বিদায় নিলে পরাজয় নিশ্চিত হয় বিশ্ব একাদশের। এই জয়ের মাধ্যমে তিন ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল পাকিস্তান। আর সেই সাথে পাকিস্তানের মাটিতে ৮ বছর পর ক্রিকেটে ফেরাটা রঙ্গিন করে রাখল পাকিস্তান। আর/১২:১৪/১৬ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2x8ruvg
September 16, 2017 at 06:50AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top