গতমাস থেকে সংবাদের শিরোনামে রয়েছেন রিয়া সেন। কিছুদিন আগে হুট করে প্রেমিক শিবম তিওয়ারিকে বিয়ে করেন রিয়া। গুজব রটে, গর্ভবতী হওয়ার কারণেই অনেকটা লুকিয়ে বিয়ে করেছেন এই অভিনেত্রী। এরপর নব বিবাহিত দম্পতি হানিমুন করতে প্যারাগুয়ে গিয়ে নিজেদের ঘনিষ্ঠ চুমুর ছবি পোস্ট করে হন আলোচিত। তবে অন্য খবর হল, নায়িকার একটি অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ইন্টারনেটে ফাঁস হয়েছে। ফাঁস হওয়া ভিডিও আপাতত ভাইরাল। তবে যে ভিডিওটি ফাঁস হয়েছে তা তিওয়ারির সঙ্গে ব্যক্তিগত জীবনের কোনো মুহূর্ত মোটেই নয়। অনেকেই ধারণা করছেন, এই ভিডিও তার আসন্ন ওয়েব সিরিজ রাগিণী এম এম এস ২.২ সিনেমার। যদিও ফাঁস হওয়া ভিডিওটির ইউটিউবে নাম রাগিণী এম এম এস রিটার্নস। সদ্য মুক্তি পেয়েছে একতা কাপূরের ওয়েব সিরিজ রাগিণী এম এম এস ২.২ এর পোস্টার। সেখানে হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ করিশ্মা শর্মা ও সিদ্ধার্থ গুপ্তের ঘনিষ্ঠ ছবি বেশ নজর কেড়েছে দর্শকদের। এরই মধ্যে এ বার আরও উষ্ণতা বাড়িয়ে দিলেন রিয়া সেন। ওয়েব সিরিজের ফাঁস হওয়া এই ভিডিও নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। তবে এই ভিডিও রাগিণীরই কি না তা নিয়ে অবশ্য মুখ খোলেননি কেউই। আরএস/১০:১৪/১৪ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2eXrrbS
September 14, 2017 at 09:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top