প্রিটোরিয়া, ২২ সেপ্টেম্বর- বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ১৩ সদস্যের দলে নতুন মুখ দুজন। এইডেন মারক্রাম ও আনদিলে ফেলুকায়ু। সিরিজের আগে থেকেই পেস আক্রমণ নিয়ে বেশ দুঃশ্চিন্তায় ছিল প্রোটিয়ারা। একের পর এক ইনজুরি ছোবল দিচ্ছিল তাদের। বাধ্য হয়ে ভারলন ফিল্যান্ডার, ক্রিস মরিস, ডেল স্টেইনকে বাইরে রেখেই দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। তবে সর্বশেষ ইংল্যান্ড সফরে না থাকলেও আবারো দলে ডাক পেয়েছেন ওয়েন পারনেল। নতুন দুই মুখ এইডেন মারক্রাম ও আনদিলে ফেলুকায়ু সর্বশেষ ইংল্যান্ড সফরেও দলের অংশ ছিলেন। তবে মাঠে নামা হয়নি তাদের। এবার সুযোগ পেলে মারক্রামের সেটি হবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। ৩৩টি প্রথম শ্রেণীর ক্রিকেট ও ২৬টি লিস্ট এ ম্যাচ খেললেও এখনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি এই ২২ বছর বয়সির। অন্যদিকে ফেলুকায়ু ১৭টি ওয়ানডে ও ৭টি টি-টুয়েন্টি খেলেছেন। এদিকে পারনেলের বাংলাদেশের বিপক্ষে দলে জায়গা হয়েছে ঠিকই। কিন্তু তাকে আসতে হবে ফিটনেস পরীক্ষা দিয়ে। আগামী সপ্তাহে পারনেলের ফিটনেস পরীক্ষা। তিনি ফিট প্রমাণিত হলে দলে থেকে যাবেন। না হলে বিকল্পও ভেবে রেখেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। উইলেম মালডারকে রাখা হয়ে দলের সঙ্গে। পারনেল ফিট প্রমাণিত হলে ১৯ বছর বয়সি লায়ন অলরাউন্ডার ফিরে যাবেন সানফয়েল সিরিজে খেলতে। আর পারনেল আনফিট হলে মালডার থেকে যাবেন দলে। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট মাঠে গড়াবে ২৮ সেপ্টেম্বর। দুই দল ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ২টি টি-টুয়েন্টি ম্যাচের পর্নাঙ্গ সিরিজ খেলবে। ১৩ সদস্যের দক্ষিণ আফ্রিকা স্কোয়াড : ফ্যাফ ডু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, তেম্বা বাভুমা, থিওনিস ডি ব্রায়েন, কুইন্টন ডি কক, ডিন এলগার, কেশব মহারাজ, এইডেন মারক্রাম, মরনে মরকেল, দুয়ানে ওলিভার, ওয়েন পারনেল, আনদিলে ফেলুকায়ু ও কাগিসো রাবাদা। এ আর/১৬:২০/২২ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2yiepNz
September 22, 2017 at 10:19PM
22 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top