সুরমা টাইমস ডেস্ক::সিলেটের গোলাপগঞ্জে পারিবারিক কোলহের জের ধরে দেবরের হাতে ভাবী খুনের ঘটনা ঘটেছে । বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের দড়া উত্তর পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের নাম সাফিয়া বেগম (৩৫)।
নিহত গৃহবধু বাহরাইন প্রবাসী শেখ মিয়ার স্ত্রী এবং ২ সন্তানের জননী। এ ঘটনায় জড়িত সাফিয়া বেগমের আপন দেবর সিএনজি চালক আনুর মিয়া (২৫) পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাফিয়া বেগম ও দেবর আনুরের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আনুর উত্তেজিত হয়ে রড দিয়ে সাফিয়াকে বেদম প্রহার করলে তার চিৎকার শুনে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে।উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় এই গৃহববধু সন্ধ্যা ৬ টা মৃত্যুবরণ করেন।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2xAr4yB
September 29, 2017 at 12:23AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.