শিলিগুড়ি, ১২ সেপ্টেম্বরঃ আজ বিকেল তিনটেয় উত্তরকন্যায় পাহাড় নিয়ে বৈঠকের দিকে তাকিয়ে পাহাড় সহ গোটা রাজ্যই। রাজনৈতিক মহল তো বলছেই, এমনকী মোর্চার বিমলপন্থী নেতারাও বুঝতে পারছেন, বন্ধ তুলে পাহাড়ে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে কতটা চাপ বাড়াচ্ছে রাজ্য। একদিকে ইউএপিএ-র খাঁড়া মাথার উপর ঝুলতে থাকায় পাহাড়ে ফিরতে পারছেন না বিমল গুরুং। পরিস্থিতি বেগতিক বুঝে দিল্লিতে চুপ করে বসে আছেন রোশন গিরি। এই অবস্থায় পাহাড়ের বিমলপন্থী নেতারা কার্যত দিশাহারা। আর সেই সুযোগে পানিঘাটা-মিরিক-কার্সিয়াং হয়ে আস্তে আস্তে পাহাড়ে বন্ধ তোলার পথে এগোচ্ছেন বিনয় তামাংরা। রাজ্যের প্রকাশ্য সমর্থনে বিনয়রা জোর পাচ্ছেন আরও বেশি। অন্যদিকে কেন্দ্র কার্যত মুখ ফিরিয়ে নেওয়ায় বিমলদের শেষ আশা-ভরসাও আর থাকছে না।
পাহাড়ে মোর্চাকে ব্রাত্য করে দেওয়ার যে রণনীতি মুখ্যমন্ত্রী নিয়েছেন তা প্রায় ১০০ শতাংশ সফল। রাজনৈতিক মহল বলছে, আজ উত্তরকন্যায় বৈঠকের পর তার শেষ পর্যায়ের অপারেশন শুরু হবে। বন্ধ তুলে পাহাড়ের স্বাভাবিক অবস্থা ফেরাতে মোর্চার বিমলপন্থীদের বাদ দিয়ে বাকি পাহাড়ের রাজনৈতিক দলগুলির সমর্থন আজকের বৈঠকে পেয়ে গেলে মুখ্যমন্ত্রী বিমলের পাহাড়ে ফেরার শেষ রাস্তাটাও বন্ধ করে দেবেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2feLtPq
September 12, 2017 at 11:06AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন