‘ষোড়শ সংশোধনীর রিভিউ নিয়ে কোনো নির্দেশনা আসেনি’

সুুরমা টাইমস ডেস্ক:: সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেওয়া সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে রিভিউয়ের (রায় পুনর্বিবেচনার) কোন নির্দেশনা তাঁর কাছে আসেনি বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

রোববার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

মাহবুবে আলম বলেন, ‘সরকার থেকে আমার কাছে এখনও কোনো ইন্সট্রাকশন আসেনি।’

এর আগে ১৮ই আগস্ট এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেছিলেন, এই রায়ের বিষয়ে পড়া হচ্ছে, ভালোভাবে পড়ে পরীক্ষা করে রিভিউ আবেদন করা হবে। এ জন্য সময় লাগছে।

গত ৩ জুলাই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে সর্বসম্মতিক্রমে এ রায় ঘোষণা করেন।

ফলে মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল হয়ে যায়।

২০১৪ সালের ১৭ই সেপ্টেম্বর বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে সংবিধানের ষোড়শ সংশোধনী আনা হয়েছিল।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2wSoPWl

September 10, 2017 at 08:51PM
10 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top