মো. আবুল কাশেম, বিশ্বনাথ :: সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেছেন, জাতীয় পার্টি গরীব মানুষের দল। জাতীয় পার্টির দেশের শান্তি, উন্নয়ন ও অগ্রগতিতে বিশ্বাসী। আমাদের চিন্তাধারা ৬৮হাজার গ্রামের উন্নয়ন করা।
তিনি বলেন, জোট হউক আর ভোট হউক আমরা নির্বাচনের মাঠে ছিলাম, মাঠেই আছি আর আগামীতেও মাঠে থাকবো। আমি চলে যাওয়ার জন্য এমপি নির্বাচিত হইনি। ইনশাআল্লাহ লাঙ্গল প্রতীক নিয়েই আগামিতেও নির্বাচনে অংশগ্রহন করবো। দেশের সর্বস্থরের মানুষকে বিদ্যুৎ সেবা প্রদান করছে সরকার। কোন পরিবারই আর বিদ্যুৎ সেবা পাওয়া থেকে বঞ্চিত থাকবেন না। বিদ্যুতের আলোয় আলোকিত হবে সারা দেশ।
তিনি শুক্রবার (২৯সেপ্টেম্বর) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার দৌলতপুর ইউনিয়নের ছত্তিশ (নোয়াগাঁও) গ্রামে প্রায় সাড়ে ৯ লাখ টাকা ব্যয়ে ০.৭৯১ কিলোমিটার বিদ্যুতায়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। এর ফলে গ্রামের আরোও ২৫টি পরিবার নতুন করে বিদ্যুৎ সেবার আওতায় আসলেন।
দৌলতপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বদর উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সেচ্ছাসেবক পার্টির সাবেক সভাপতি এস এম শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য মাওলানা সহল আল রাজী চৌধুরী, জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এস এম আরশ আলী বাবলু, উপজেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য এম এ রব, উপজেলা জাতীয় পার্টি সাবেক যুগ্ম আহবায়ক মনোহর আলী, এ কে এম দুলাল, আব্দুর হান্নান, জয়নাল আবেদীন, আবুল খয়ের মেম্বার, সুমন আহমদ সুনন, ফিরোজ আলী, অলংকারী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সালেহ আহমদ তোতা, বিশ্বনাথ সদর ইউনিয়নের আহবায়ক জয়নাল আহমদ মিয়া, জাপা নেতা তাজ উদ্দিন বাবুল। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা বিরহাম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন ছত্তিশ (নোয়াগাঁও) জামে মসজিদের মোতাওয়াল্লী হাজী দেলোয়ার হোসেন, জাপা নেতা শাহিন মিয়া, নোমান আহমদ, বারিক উদ্দিন, এম এ গণি, শের খান, রুহুল আমিন, আব্দুল কাইয়ূম, রফিক উদ্দিন, আকমল আলী, উপজেলা যুব সংহতির সদস্য সচিব গোলাম জবদানী, যুগ্ম আহবায়ক স্বপন রাজ, যুবসংহতি নেতা বাবুল মিয়া, সেলিম উদ্দিন, রুহুল আমিন, আব্দুর রকিব, কামরুজ্জামান, নিজাম উদ্দিন, সাহাব উদ্দিন, আতাউর রহমান আতা, আব্দুল ওয়াহিদ,ইলিয়াস আলী, আমির আলী, আলী আহমদ, রায়হান মিয়া, নুর আহমদ, আব্দুল হামিদ, আব্দুস শহিদ, জলাই মিয়া, তজু মিয়া, মুহিবুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক পার্টির সাবেক আহবায়ক আলা উদ্দিন, সেচ্ছাসেবক পার্টি নেতা মখবুল হোসেন, আব্দুল ওয়াহিদ, দিলোয়ার হোসেন, আব্দুল আজিজ, আনোয়ার মিয়া, সেবুল মিয়া, আলামিন, মানিক মিয়া, হারিছ আলী, বিলাল আহমদ, হেলাল মিয়া, রফিক মিয়া, ইমরান আহমদ, সুজন আহমদ, হারিছ আলী প্রমুখ।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2fYJZJn
September 30, 2017 at 04:59PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন