সফটওয়্যার আবিস্কারক বাহারের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী বরাবর আবেদন

সুরমা টাইমস ডেস্কঃপ্রধানমন্ত্রী আপনার দেওয়া
১লাখ টাকায় আমি সুস্থ হইনি,দু হাতের উন্নত চিকিৎসা বহন করা আমার পক্ষে সম্ভব নয়।শারিরীক প্রতিবন্ধী কম্পিউটারের সফটওয়ার আবিষ্কারক সিলেটের কানাইঘাট উপজেলার বাহার উদ্দিন প্রধানমন্ত্রীর সাক্ষাতের জন্য আকুতি জানিয়েছেন। বাহার তার দু হাতের উন্নতর চিকিৎসার সহায়তার আবদার নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যেতে চান।কানাইঘাট উপজেলার গাছবাড়ির বানী গ্রামের বাহার উদ্দিন বলেন,শারিরীক প্রতিবন্ধি হয়ে আজ আমি মৃত্যুর দিকে দাবিত হচ্ছি।ইতিমধ্যে অনেক চিকিৎসা করানো হয়েছে কিন্তু চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব নয়।তিনি বলেন একজন ক্ষুদে বৈজ্ঞানিক ও শারিরীক প্রতিবন্ধি হিসেবে আমি ইতিমধ্যে কম্পিউটারের দুইটি সফটওয়ার আবিস্কার করেছি।
১.বাংলা সফটওয়ার যার নাম মাহিনা বাহার সাকি, ২০০৯,
২.মাল্টিমিডিয়া সফটওয়ার যার নাম মার্জিয়া বাহার আকি,২০১০।
১৯৮৯ সালে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে সু-চিকিৎসার অভাবে দুইটি পা চিরতরে হারাতে হয়।এর পরও আমি বসে থাকিনি,ছেলে মেয়েদের লেখা পড়ার পাশাপাশি পরিবার চালাচ্ছি।১৯৯৯ সালে এস এস সি পাশ করার পর নিয়তির নির্মম পরিণতিতে দুইটি হাতে রোগ দেখা দেয়।যার ফলে লেখাপড়ার ইতি টানতে হয়,তাই ২/১ টি প্রতিষ্টানে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে কম্পিউটার সহায়ক বই পড়ে কম্পিউটারের ডিপ্লোমা করি,পরবর্তীতে নিজ বাড়ীতে ‘কুইক লাক’ কম্পিউটার একাডেমী নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলি। যেখানে ছাত্র ছাত্রীরা নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করতে পারত।হাতের রোগ দেখা দেওয়ার কারণে গত সাড়ে ৪ বছর থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।এমতাবস্থায় মানুষের সাহায্য ছাড়া আমাদের ঘরে দু বেলা খাবার জোটেনা। এপর্যন্ত আমাদের বাংলাদেশের ৪২ জন ডাক্তারের চিকিৎসা নিয়েছি। কিন্তু কোন সুফল না পেয়ে ভারতে চিকিৎসার জন্য যাই,ভারতের ডাক্তার বলেছেন, দু হাতের অপারেশন লাগবে,যা অত্যন্ত ব্যয় বহুল। অপারেশনের আনুমানিক খরচ ৪০,০০০ হাজার মার্কিন ডলার। ১বৎসর আমাকে হাসপাতালের বিছানায় থাকতে হবে।ডাক্তাররা বলেছেন যদি অপারেশন না করাই তাহলে যে কোন সময় ২টি হাত চিরতরে অচল হয়ে যাবে। এই চিকিৎসার ব্যয়ভার বহন করা আমার পক্ষে সম্ভব নয়।প্রধানমন্ত্রী ২৪/৩/২০১৫ তারিখে ১ লক্ষ টাকার চেক দিয়েছেন,এতে সাময়িক চিকিৎসা করানো হয়েছে।মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, দু হাতের উন্নতর চিকিৎসার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে আপনার সহযোগীতা ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

সিলেট প্রতিনিধি /আরিফ



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2eUD4Uj

September 09, 2017 at 03:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top