গোপীচাঁদের আকাদেমিতে ফিরতে পারেন সাইনা

হায়দরাবাদ, ৪ আগস্টঃ ঠিক তিন বছর বাদে আবার ব্যাটমিন্টনের দুনিয়ায় দেখা যেতে পারে গোপীচাঁদ-সাইনা নেহওয়াল জুটিকে। গত সপ্তাহে গ্লাসগোয় বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসরে পুরোনো গুরুর সঙ্গে সাইনার কথা হয়। তারপর দেশে ফিরেই গোপীচাঁদের আকাদেমিতে যাওয়া শুরু করেছেন সাইনা। সুতরাং আগামীদিনে আবার তাঁদের জুটিকে বিশ্ব ব্যাডমিন্টনের আসর কাঁপাতে দেখা যেতেই পারে।

খেলার জগতে অবশ্য দু-জনের রিইউনিয়ন নিয়ে জল্পনা রয়েছে। গোপীর আকাদেমিতে এখন তারকার ছড়াছড়ি। সিন্ধু তো আছেনই। তাছাড়া, প্রণীত, প্রণয়, শ্রীকান্ত এবং কাশ্যপই এখন ব্যাডমিন্টন দুনিয়ায় সমীহ জাগানো নাম। এসব ছাত্রকে ছেড়ে সাইনাকে কতটা সময় আলাদা করে গোপী দিতে পারবেন, সেটা সকলের কাছেই প্রশ্ন। তবে, গোপী-সাইনার একটা আলাদা রসায়ন আছে। প্রথম তারকা ছাত্রীকে গোপী অত্যন্ত স্নেহ করেন। আর বেশ কয়েকবার গোপীর আকাদেমি ছাড়লেও সাইনা তাঁর গোপী স্যার সম্পর্কে কোনোদিন অশ্রদ্ধা দেখাননি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2eB3n1F

September 04, 2017 at 10:18AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top