শীঘ্রই বাজারে আসছে ‘মাইক্রোসফট অফিস ২০১৯’

ওয়াশিংটন, ২৯ সেপ্টেম্বরঃ শীঘ্রই বাজারে আসতে চলেছে ‘মাইক্রোসফট অফিস’-এর নতুন সংস্করণ। এই সংস্করণের নাম ‘অফিস-২০১৯’। এর আগাম ঘোষণাও করে দিয়েছে মাইক্রোসফট।

মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৮ সালের মাঝামাঝি সময়েই সফটওয়্যারটি বাজারে পাওয়া যেতে পারে। মাইক্রোসফট অফিসের নতুন এই সংস্করণে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট ও আউটলুক তো রয়েছেই। পাশাপাশি সার্ভার সংস্করণ হিসেবে মাইক্রোসফট এক্সচেঞ্জ, শেয়ারপয়েন্ট ও স্কাইপ ফর বিজনেস-সহ আরও কিছু ফিচার যুক্ত করা হবে। অফিস-২০১৯ সংস্করণে তথ্যপ্রযুক্তি ফিচার, ব্যবহারযোগ্যতা বাড়াতে সার্ভার হালনাগাদ, কণ্ঠস্বর প্রযুক্তি ও নিরাপত্তার বিষয়গুলোও যুক্ত করা হচ্ছে।

অফিস ২০১৯-এ থাকছে এক্সেল ব্যবহারকারীদের জন্য নতুন ফর্মুলা ও নতুন চার্ট সিস্টেম। পাওয়ার পয়েন্ট ব্যবহারকারীদের জন্য থাকছে নতুন অ্যানিমেশন ফিচার। যারা মাইক্রোসফটের ক্লাউডভিত্তিক ফিচার ব্যবহার করতে চান না তাদের জন্যই মাইক্রোসফট নিয়ে আসছে অফিস-২০১৯ সংস্করণটি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xGKWxW

September 29, 2017 at 01:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top