রোহিঙ্গাদের জন্য ত্রাণ তহবিলে সহযোগীতার আহবান বিশ্বনাথ আল-ইসলাহ‘র

34367মো. আবুল কাশেম, বিশ্বনাথ :: মিয়ানমারের আর্মি ও বৌদ্ধ কর্তৃক নির্যাতিত, নিপীড়িত, মজলুম রোহিঙ্গারা পালিয়ে এসে বাংলাদেশের চট্রগ্রামে উপকূলীয় অঞ্চলের বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। সেখানে মাত্রাতিরিক্ত শরণার্থী আশ্রয় নেওয়ায় তারা অধিক খাদ্য সংকট ও বস্রবীহিন দিনযাপন করছে। এই সময়ে সবার সাধ্য অনুযায়ী সামান্য হলেও ত্রাণ সহযোগীতা নিয়ে তাদের পাশে দাঁড়ানো সকলের মানবিক দায়িত্ব। তাই আগামী বুধবার (২০সেপ্টেম্বর) রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ নিয়ে যাওয়ার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ বিশ্বনাথ উপজেলা শাখা।

দেশও বিদেশের অবস্থানরত মানবপ্রেমী সামর্থবানদের অার্থিক ভাবে যথাসাধ্য সহযোগীতার আহবান জানিয়েছেন উপজেলা আল ইসলাহ’র নেতৃবৃন্দ। সংগঠনের পক্ষ থেকে ত্রাণ বিতরণে যাবেন সিলেট পশ্চিম জেলা তালামীযের সহ-প্রচার সম্পাদক চৌধুরী আলী আনহার শাহান, সাবেক তালামীয নেতা শরীফ আহমদ প্রমুখ। যারা ত্রাণ তহবিলে অংশগ্রহনে আগ্রহীদের যোগাযোগ করতে আহবান জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা আল ইসলা’র সভাপতি উপাধ্যক্ষ মাওলানা আখতার আলী, সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ফয়জুল ইসলাম।

যোগাযোগ- উপাধ্যক্ষ মাওলানা আখতার আলী (01711973687), তালুকদার মোঃ ফয়জুল ইসলাম (01711059645)। বিকাশ- রফীকুল ইসলাম মুবীন, 01711950686 (পারসোনাল)।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2fni5Xh

September 15, 2017 at 08:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top