নানা আয়োজনে ফয়জুন্নেছার মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক ● শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে কুমিল্লা নগর টাউন হল মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় ও জেলা প্রশাসন কুমিল্লার উদ্যোগে নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর ১১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়। নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের জীবন সদস্য মাওলানা ইয়াছিন নূরীর কোরআন তিলওয়াতের মাধ্যমে ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বশিরুল আনোয়ারের উপস্থাপনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো: জাহাংগীর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজুর রহমান, এডভোকেট গোলাম ফারুক, কুমিল্লা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, কুমিল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, কুমিল্লা জেলা শিক্ষা অফিসার আবদুল মজিদ, নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা ফেরদৌস মজুমদার, নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন।

এসময় উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব শাহজাহান চৌধুরী, লাকসাম মনোহরগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি এডভোকেট আশিকুর রহমান জুয়েল, কবি এন এম ছাঈদ আহমদ, প্রদীপ কুমার পাল বাবলু, সাংবাদিক ওমর ফারুকী তাপস, নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সদস্য আবদুল কাইউম আশিক, জি এম সামদানী, ডা. খাইরুল ইসলাম সুমন, আজিম উল্যাহ হানিফ, আব্বাস উদ্দিন, আবুল হাসনাত আজাদ, নুরুল ইসলাম মজুমদার, সুরাইয়া আলম সালমা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, সাহিত্য ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শুরুতে সকাল ৯ টায় নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের উদ্যেগে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়, সকাল ৯টা ৩০মিনিটে নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় ও জেলা প্রশাসন এবং নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী ও কুমিল্লা টাউন হল অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া লাকসামেও নানা আয়োজনে পালিত হয়েছে বাব ফয়জুন্নেছা চৌধুরানীর ১১৪ তম মৃত্যুবার্ষিকী।

The post নানা আয়োজনে ফয়জুন্নেছার মৃত্যুবার্ষিকী পালিত appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2xvxVIJ

September 23, 2017 at 06:48PM
23 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top