তাহিরপুরে বিয়ের দুদিনের মাথায় যুবকের ডুবন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার তাহিরপুরে এক বক্তির হাত-পা-মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম সোয়েব মিয়া (৩১)। তিনি উপজেলার বালিজুড়ি ইউনিয়নের বালিজুড়ি পশ্চিমপাড়া গ্রামের আব্দুস শহীদ ওরফে শুকুর মিয়ার ছেলে।

আজ মঙ্গলবার (১৯শে সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পিছনে মরা নদী থেকে জাল দিয়ে তার লাশ উদ্ধার করে স্বজন ও পুলিশ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়- গত রবিবার (১৭ই সেপ্টেম্বর) বালিজুড়ি গ্রামের আব্দুন নূরের মেয়ের সঙ্গে একই গ্রামের সোয়েব মিয়ার বিয়ে হয়। সোমবার (১৮ সেপ্টেম্বর) ছিল তার বৌভাত। সোমবার মধ্য রাত থেকে সকাল পর্যন্ত বাড়িতে সোয়েব মিয়া কে না-পেয়ে বাড়ির পিছনে মরা নদীর ঘাটে তার স্যান্ডেল দেখতে পায় স্বজনরা। গোসল করার ঘাটে স্যান্ডেল দেখতে পেয়ে নদীতে জাল ফেলে অনেক খোঁজাখুজির পর পানিতে ডুবন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে স্বজন ও পুলিশ।

লাশ উদ্ধারের সময় সোয়েব মিয়ার হাত, পা, মুখ রশি দিয়ে বাঁধা ছিল। স্থানীয় অনেকেই লাশ দেখে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করেছেন এটিকে ।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন- লাশ মরা নদী থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন- প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2heFYnR

September 20, 2017 at 12:16AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top