কুমিল্লায় প্রেমিকাকে ডেকে এনে গণধর্ষণ

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা আদর্শ সদর উপজেলার বড় আলমপুর এলাকার ময়নামতি হাউজিং নামের একটি নির্মাণাধীন ভবনে এক যুবতীকে (২৫) কৌশলে ডেকে এনে প্রেমিকসহ তার সহযোগীরা গণধর্ষণ করে। এমন অভিযোগে পুলিশ ৪ যুবককে গ্রেফতার করেছে। পুলিশ সুত্রে জানা যায়, জেলার আদর্শ সদর উপজেলার দূর্গাপুর দক্ষিণ ইউনিয়নের বড় আলমপুর গ্রামের আলী আক্কাসের ময়নামতি হাউজিং নামের একটি নির্মাণাধীন বাড়িতে গত ১৫ সেপ্টেম্বর প্রেমের পরিচয়ের সুত্র ধরে ৫ যুবক সদর দক্ষিণ উপজেলার কিসমত গ্রামের এক যুবতীতে তার প্রেমিক জুয়েল কৌশলে ডেকে আনে।

পরে ওই বাড়িতে রাতভর প্রেমিকসহ ৫ যুবক তাকে গণধর্ষণ করে। পরে মেয়েটিকে ফেলে ওই যুবকরা পালিয়ে যায়। বিষয়টি ধর্ষিতা কুমিল্লা ময়নামতি নাজিরাবাজার (ক্যান্টনমেন্ট) ফাঁড়িকে অবহিত করলে ফাঁড়ির আইসি ইন্সপেক্টর মাহমুদুল হাসান রুবেল ও এসআই শামীমের নেতৃত্বে একদল পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রেমিকসহ ৪ যুবককে গ্রেফতার করে।

তারা হলো- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সালমানপুর দক্ষিণ পাড়ার মাসুক মিয়ার ছেলে প্রেমিক জুয়েল (২২), সালমানপুর মধ্যপাড়ার মৃত কাজী ফারুকের ছেলে ফাহিম হেসেন অপু (২৩), একই গ্রামের পূর্বপাড়ার আবুল কাসেমের ছেলে শরীফ(২২) ও আদর্শ সদর উপজেলার হোসেনপুর গ্রামের বাছির মাহমুদের বাড়ির ফরিদ মিয়ার ছেলে রাব্বী হোসেন (২৩)।

পুলিশ জানায়, এঘটনায় সদর দক্ষিণের চাঙ্গীনি এলাকার পাপন নামের এক যুবককে পুলিশ আটকের চেষ্টা করছে। নাজিরাবাজার ফাঁড়ির আইসি মাহমুদুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতার করে তাদের আদালতে পাঠালে ১৬৪ ধারার জবানবন্দী শেষে ধষৃকদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

The post কুমিল্লায় প্রেমিকাকে ডেকে এনে গণধর্ষণ appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2ff1VyH

September 22, 2017 at 09:18PM
22 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top