বিশ্বনাথে ত্রাণের চাল লুটের মামলায় ইউপি সদস্য কারাগারে

12985543_102922813446770_5024244882507041094_n-1বিশ্বনাথ ( সিলেট )  প্রতিনিধি  :: ত্রাণের চাল লুটের অভিযোগে বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের সচিব জিয়াউল ইসলাম বাদি হয়ে দায়েরকৃত মামলায় স্থানীয় ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার আবুল কালাম (৩২) কে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সোমবার দুপুরে সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-৩ এ আবুল কালাম’সহ মামালার অভিযুক্তরা হাজির হয়ে জামিন প্রার্থনা করলে ম্যাজিষ্ট্রেট কাঁকন দে ৯জনের জামিন আবেদন মঞ্জুর করেন এবং মামলার প্রধান আসামী আবুল কালামকে জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করেন আসামী পক্ষের আইনজীবী এডভোকেট আজম খান।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩১ আগষ্ট লামাকাজী ইউনিয়ন পরিষদে সরকারী চাল বিতরণকালে ইউপি সদস্য আবুল কালামের নির্দেশে ও উপস্থিতিতে মামলার অন্যান্য অভিযুক্তরা ত্রাণের ৩ বস্তা চাল ও নগদ সাড়ে ৭ হাজার টাকা লুঠ করে নিয়ে নিয়ে যান এবং খাতাপত্র ছিড়ে ফেলেন। এঘটনায় গত ১২ সেপ্টেম্বর ইউপি সদস্য আবুল কালাম সহ ১০জনকে আসামী করে পরিষদের সচিব জিয়াউল ইসলাম বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় আসামীরা সোমবার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2f3SG4c

September 18, 2017 at 10:07PM
18 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top