লাকসামে নিখোঁজের ৩দিন পর যুবতীর বস্তাবন্দী লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ● লাকসামে নিখোঁজের ৩দিন পর আয়রিন আক্তার (১৮) নামে এক যুবতীর বস্তাবন্দী লাশ পাওয়া গেছে। সে উপজেলার বাকই ইউনিয়নের কোঁয়ার গ্রামের রুস্তম মিয়ার মেয়ে। বুধবার বিকাল ৩টায় কোঁয়ার পশ্চিম পাড়া জামে মসজিদের সেপটিক ট্যাংকে ওই যুবতীর বস্তাবন্দী লাশ দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার কার্যক্রম শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলছিল।

এলাকাবাসী জানায়, আয়রিন আক্তার বরইগাঁ স্কুলে নবম শ্রেণীর ছাত্রী পর্যন্ত পড়ালেখা করেছিল। তার পরিবার দরিদ্র হওয়ার কারনে সে আর পড়ালেখা চালিয়ে যেতে পারেনি। সে গত ৩দিন ধরে নিখোঁজ ছিল। পরে বুধবার মসজিদের সেপটিক ট্যাংকে তার লাশটি পাওয়া যায়।

এলাকাবাসী ধারনা করছে তাকে ধর্ষণ শেষে হত্যা করে কেউ লাশটি গুম করার চেষ্টা করেছিল।

এ বিষয়ে জানতে লাকসাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেন নি।

The post লাকসামে নিখোঁজের ৩দিন পর যুবতীর বস্তাবন্দী লাশ উদ্ধার appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2hhVY4z

September 20, 2017 at 03:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top