মিয়ানমারের রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক হস্তক্ষেপ কামনা মালালার

সুরমা টাইমস ডেস্ক: মিয়ানমারের সংখ্যালঘু মুসলমানদের সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছেন নোবেল শান্তি পুরষ্কারজয়ী মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাই।

রোহিঙ্গাদের হয়ে বলার জন্য মিয়ানমারের নেত্রী অং সান সু চির প্রতিও অাহ্বান জানান তিনি।

“লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। অামরা এখন চুপ থাকতে পারি না,” বিবিসিকে বলেন মালালা।

গত ২৪ অগাস্ট রাখাইনে পুলিশ চেকপোস্ট ও সেনা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির হামলার পর সেখানে পাল্টা সেনা অভিযানের মুখে দেশ ছাড়তে থাকা রোহিঙ্গা মুসলিমরা।

জাতিসংঘের হিসাবে, বুধবার পর্যন্ত এই দফায় প্রায় এক লাখ ৪৬ হাজার রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে ঢুকেছে।

মিয়ানমারের সহিংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের শক্ত অবস্থান নেওয়া উচিত বলেও মন্তব্য করেন মালালা।

“একটি দেশে বসবাসের অধিকার ও নাগরিকত্ব দিতে অস্বীকৃতি জানানোর পর কী ঘটতে পারে তা আমরা এক সেকেন্ডের জন্যও চিন্তা করতে পারবো না।

“এটা মানবাধিকারের বিষয়। সরকারগুলোর এ বিষয়ে প্রতিক্রিয়া দেখানো উচিত। মানুষ বাস্তুচ্যুত হচ্ছে, শিকার হচ্ছে সহিংসতার। শিশুরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, তারা মৌলিক অধিকারগুলোই পাচ্ছে না। সন্ত্রাস ও অাশপাশে সহিংসতা বিদ্যমান এমন পরিস্থিতিতে বেঁচে থাকা অত্যন্ত কষ্টকর।”



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2vSRtb2

September 08, 2017 at 07:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top