ইসলামাবাদ, ১২ সেপ্টেম্বর- বিশ্ব একাদশের বিপক্ষে নিজ মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। ঐতিহাসিক এ সিরজটিকে কেন্দ্র করে দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ শহর লাহোরে নেয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা। শহরের বিভিন্ন প্রান্তে শোভা পাচ্ছে বিশাল বিশাল বিল বোর্ড। জানানো হচ্ছে বিশ্ব একাদশের হয়ে খেলতে যাওয়া ক্রিকেটারদের আন্তরিক শুভেচ্ছা। বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল আছেন বিশ্ব একাদশের স্কোয়াডে। লাহোরজুড়ে বিল বোর্ড, ফেস্টুনে বাংলাদেশের পতাকা রয়েছে। পাশাপাশি শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজের পতাকাও রয়েছে। তামিমসহ স্কোয়াডে থাকা অন্য ক্রিকেটারের ছবিও আছে এতে। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ভারত ও জিম্বাবুয়ের কোন ক্রিকেটার এতে অংশ নিচ্ছে না। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ মঙ্গলবার রাত আটটায় শুরু হবে সিরিজের প্রথমম্যাচ। ১৩ সেপ্টেম্বর দ্বিতীয় আর ১৫ সেপ্টেম্বর তৃতীয় এবং শেষ ম্যাচ দিয়ে ইতি ঘটবে সিরিজটির। টেন স্পোর্টস ও গাজী টিভিতে দেখা যাবে ম্যাচগুলো। দ্য ইন্ডিপেনডেন্স কাপ নামে এ সিরিজটি ব্রিটেন থেকে স্বাধীনতা লাভের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকেও দেয়া হচ্ছে সব ধরনের সহযোগিতা। দেয়া হবে আন্তর্জাতিক মর্যাদা। চলতি বছর পাকিস্তানে ক্রিকেট ফেরাতে বিশ্ব একাদশ পাঠানোর সিদ্ধান্ত নেয় আইসিসি। তারই অংশ হিসেবে সরফরাজ বাহিনীর সঙ্গে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বিশ্ব একাদশ। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ফাফ ডু প্লেসিসের নেতৃত্বে ১৪ সদস্যের স্কোয়াডে কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ার। অন্যদিকে চ্যাম্পিয়নস ট্রফির বিজয়ী অধিনায়ক সরফরাজ আহমেদের নেতৃত্বেই মাঠে নামবে পাকিস্তান। দলের কোচ ও প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার মিকি আর্থার। ম্যাচ নিয়ে বেশ আত্মবিশ্বাসী স্বাগতিকরা। তবে দুঃসংবাদ হলো দলের সেরা পেসার মোহাম্মদ আমিরকে পাচ্ছে না তারা। এ সিরিজ ঘিরে ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিত্ব ও ভক্ত-সমর্থকদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। সবার প্রত্যাশা এ দিয়েই পাকিস্তানে ফের আসতে শুরু করবে টেস্ট খেলুড়ে দলগুলো। ২০০৯ সালের ৩ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের টেস্ট ম্যাচ চলাকালে স্টেডিয়ামের বাইরেই বোমা হামলা হয়। এতে ৬ পুলিশ সদস্যসহ ৮ জন নিহত হন। আহত হন শ্রীলঙ্কার ৬ ক্রিকেটারসহ কয়েকজন। ওই হামলার পর পাকিস্তানে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ করে আইসিসি। পরে এ মাঠেই ২০১৫ সালে তিনটি এক দিনের ম্যাচ ও দুটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে পাকিস্তান সফর করে জিম্বাবুয়ে। চলতি বছরে দুবাইয়ে শুরু হয় পাকিস্তান ক্রিকেট লিগের (পিএসএল) দ্বিতীয় আসর। আর এর ফাইনাল লাহোরের ওই স্টেডিয়ামেই করার সিদ্ধান্ত নেয় পিসিবি। সব জল্পনা পেরিয়ে গেলো মার্চের ৫ তারিখ কঠোর নিরাপত্তায় বিদেশি ক্রিকেটারসহ ফাইনাল ম্যাচ সফল আয়োজন করে পিসিবি। সে ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যান এনামুল হক বিজয়ও খেলেছিলেন। আসছে অক্টোবরে একটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফর করবে শ্রীলঙ্কা। আর নভেম্বরে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে সফর করবে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্ব একাদশ স্কোয়াড: হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা), তামিম ইকবাল (বাংলাদেশ), ফাফ ডু প্লেসিস (দক্ষিণ আফ্রিকা), জর্জ বেইলি (অস্ট্রেলিয়া), পল কলিংউড (ইংল্যান্ড), বেন কাটিং (অস্ট্রেলিয়া), টিম পেইন (অস্ট্রেলিয়া), ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা), গ্রান্ট এলিয়ট (নিউজিল্যান্ড), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা), ড্যারেন স্যামি (ওয়েস্ট ইন্ডিজ), মরনে মরকেল (দক্ষিণ আফ্রিকা), স্যামুয়েল বদ্রি (ওয়েস্ট ইন্ডিজ)। কোচ: অ্যান্ডি ফ্লাওয়ার (জিম্বাবুয়ে) পাকিস্তান একাদশ স্কোয়াড: সরফরাজ আহমেদ (অধিনায়ক উইকেটরক্ষক), ফখর জামান, আহমেদ শেহজাদ, বাবর আজম, শোয়েব মালিক, উমর আমিন, ইমাদ ওয়াসিম. শাদাব খান, মুহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, হাসান আলী, আমির ইয়ামিন, রুম্মন রইস, উসমান সিনওয়ারি. সোহেল খান। কোচ: মিকি আর্থার আর/১০:১৪/১২ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2xXYbsZ
September 13, 2017 at 05:18AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.