নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বরঃ ক্রিকেট জগতে অসামান্য অবদানের জন্য ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির নাম পদ্মভূষণের জন্য মনোনীত করল ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ড সুত্রে খবর, শুধুমাত্র ধোনির নামই মনোনীত করেছে বোর্ড। অর্জুন, পদ্মশ্রী এবং রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার ইতিমধ্যেই রয়েছে ধোনির ঝুলিতে৷ এবার পদ্মভূষণের জন্য তাঁর নাম মনোনীত করল বিসিসিআই৷
বোর্ডের এক উচ্চ আধিকারিক বলেন, ‘ভারতীয় ক্রিকেটে ধোনির অপরিসীম অবদান নিয়ে কোনও সন্দেহ নেই৷ এই সম্মানের জন্য সবচেয়ে বেশি যোগ্য অবশ্যই তিনি৷ দুটো বিশ্বকাপ জেতার পাশাপাশি ৯০টি টেস্ট খেলার এবং ওয়ান ডে-তে ১০ হাজারের কাছাকাছি রান রয়েছে ধোনির৷ পদ্মভূষণের জন্য ওর থেকে বেশি যোগ্য ব্যক্তি আর কেউ নেই ৷’
৩৬ বছরের ধোনি ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক৷ টেস্ট এবং ওয়ান ডে মিলিয়ে মোট ১৬টা সেঞ্চুরি রয়েছে তাঁর৷ উইকেটকিপার হিসেবেও দারুণ রেকর্ড এমএস-এর৷ ওয়ান ডে, টেস্ট এবং টি২০ মিলিয়ে মোট ৫৮৪টি ক্যাচ ও ১৬৩ টি স্ট্যাম্পিং করেছেন ধোনি। ওয়ান ডে-তে ৯৭৩৭ রানের পাশাপাশি টেস্টে ৪৮৭৬ রান রয়েছে মাহির ঝুলিতে৷
উল্লেখ্য, এর আগে পদ্মভূষণ পেয়েছেন সচিন তেন্ডুলকর, সুনীল গাভাসকার, রাহুল দ্রাবিড়, চান্দু বোরদে, ডিবি দেওধর, সিকে নাইডু ও লালা অমরনাথ। এবার একই সারিতে বসতে চলেছেন ধোনি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2jJFp65
September 20, 2017 at 04:16PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন