নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বরঃ বিশ্ব ক্রিকেটে অনুপ্রেরণার জন্যে শচীন তেণ্ডুলকর নামটি যথেষ্ট। ক্রিকেটের দুনিয়াতে মাস্টার ব্লাস্টার শচীন যে কয়েকজন শ্রেষ্ঠ ক্রিকেটারের অন্যতম, সেকথা সবারই জানা। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ঝুলিতে রয়েছে একাধিক মনে রাখার মতো রেকর্ড। ১৯৮৯ সালে করাচিতে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। কেরিয়ারে দুশো টেস্ট খেলে ৫১টি শতরান এবং একদিনের ক্রিকেটে ৪৯টি শতরান করেছেন শচীন।
তেণ্ডুলকর তাঁর টুইটার পেজে সাদা কালো এই ছবি দিয়ে বলেছেন, ‘এই ফিল্ডে আমি কোনওদিনই তেমন ভাল স্কোর করতে পারিনি।’ লিটল মাস্টার বাইশ গজে যতটা দাপট দেখাতে পেরেছেন, তাঁর সেই দাপট ছিল না জীবনের নানা ক্ষেত্রে। টুইটারে নিজের ছোটবেলার একটি ছবি দিয়ে, সেকথা নিজেই স্বীকার করেছেন শচীন।
ছবিঃ সৌজন্যে টুইটার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2vKSVIp
September 08, 2017 at 07:26PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন