লাকসামে কুমারী পূজা অনুষ্ঠিত

মশিউর রহমান সেলিম ● লাকসামে বৃহস্পতিবার সকালে অষ্টমির প্রধান আকর্ষণ কুমারী পূজা বর্নাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। ঐ দিন সকাল থেকে পৌর শহর ছাড়াও দুর-দুরান্ত থেকে আগত হিন্দু সম্প্রদায়ের লোকজন কুমারী পূজায় অংশ নিতে জড়ো হলে এক পর্যায়ে কানায় কানায় লোকজনে ভরে উঠে জগন্নাথ দেবালয় দূর্গাপূজা মন্দির। ভক্তদের নানামুখী কির্তন আর বাদকযন্ত্রের আওয়াজে পুরো এলাকাকে জানান দিয়েছে অষ্টমির কুমারী পূজার আবহমান বাংলার ঐ সম্প্রদায়ের ভক্তির চিত্র।

এ সময় উপজেলা পূজা উদযাপন কমিটির সিনিয়র সহ-সভাপতি ডা. সচিন্দ্র দাশ, সাধারণ সম্পাদক দুর্জয় সাহা, যুগ্ম সম্পাদক প্রবীর দাশ টেবলু, মানিক লাল সাহা উপস্থিত ভক্ত সম্প্রদায়কে অভ্যর্থনা জানান। এছাড়া কুমারী পূজা অনুষ্ঠানে অধ্যক্ষ সুখেন সাহা, স্বর্ণকার প্রবীর সাহা, অমূল্য বণিক্য, জগন্নাথ দেবালয় সেবায়েত কমিটির নেতা প্রবীর সাহা, স্বেচ্ছাসেবকলীগ নেতা শম্বু সাহা, আশিষ সাহা, মিঠুন সাহা, শিমুল সাহা, রিংকু সাহা, স্বপন বণিক্য, অরুণ সাহা, বিশ্বতম সাহা বিশু, পরিমল সাহা সহ ৩৩টি দূর্গা পূজা মন্দির থেকে আগত ঐ সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ঐ কুমারী পূজার প্রধান আকর্ষণ কুমারী দেবিকে নারায়ণগঞ্জ থেকে আনা হয়েছে। তিনি ঐ এলাকার এক বাক্ষ্মন পরিবারের কণ্যা। তার বয়স ৮ বছর। তার সাথে তার মা সহ ৫ সদস্যের স্বজনরা এসেছিল।

The post লাকসামে কুমারী পূজা অনুষ্ঠিত appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2yvgmpY

September 28, 2017 at 04:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top