ময়নাগুড়ি, ৬ সেপ্টেম্বরঃ খবরের কাগজে ভুয়ো বিজ্ঞাপণদাতার খপ্পরে পড়েছিল ময়নাগুড়ির এক যুবক। ওই যুবককে উদ্ধার করে আনে ময়নাগুড়ি পুলিশের বিশেষ দল। গ্রেফতার করা হয় অভিযুক্ত ৬ অপহরণকারীকে।
সূত্রের খবর, গম এবং সর্ষে ব্যবসার এক বিজ্ঞাপণ দেখে ময়নাগুড়ির হেলাপাকরি এলাকার বাসিন্দা কৃষ্ণগোপাল চক্রবর্তী (৩২) সেখানে যোগাযোগ করেন। কথা হয়েছিল বিজ্ঞাপণদাতা রূপেন রায়ের সঙ্গে (৩২)। এরপরই আসমের লাঙলভাঙা গ্রামের উদ্দেশ্যে গত ৭ আগস্ট বেড়িয়ে পড়েন তিনি। এরপর খোঁজ শুরু হয় কৃষ্ণগোপালের। ময়নগুড়িতে তাঁর বাড়িতে বারাবার অচেনা তিন চারটে নম্বর থেকে ফোন আসে মুক্তিপণ চেয়ে। ২০ লক্ষ টাকা মুক্তপণ দাবি করা হয়।
এরপরই ময়নাগুড়ি থানার দারস্থ হন কৃষ্ণগোপালের বাবা। পুলিশের সহায়তায় ওই ফোন নম্বরগুলিকে ট্রেস করে ১ সেপ্টেম্বর অসমে পৌঁছয় ময়নাগুড়ি পুলিশের বিশেষ দল।
অসমের ওই গ্রামে আব্দুল মাজিদের বাড়ি থেকে উদ্ধার করে কৃষ্ণগোপালকে। সেখান থেকেই গ্রেফতার করা হয় অভিযুক্ত রূপেন রায় (৩২), সোফি আলম (২০), আব্দুল মজিদ (৩৮), মৈনুল হক (২০), আজাহার আলি (৫২), রোমিজুল ইসলাম (২০)।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2gFBFOs
September 06, 2017 at 04:38PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন