ঢাকা, ১৫ সেপ্টেম্বর- বিপিএলের চলতি আসরে বরিশাল বুলসের হয়ে আইকন খেলোয়াড় হিসেবেই খেলার কথা ছিল মোস্তাফিজের। তবে ব্যাংক গ্যারান্টি দিতে না পারায় পঞ্চম আসর থেকে বাদ দেওয়া হয় বরিশাল বুলসকেই। ফলে যে কোনো দলে খেলার জন্য উন্মুক্ত মোস্তাফিজ। আর বিপিএলের ড্রাফটে এ+ ক্যাটাগরির একমাত্র দেশি ক্রিকেটার হিসেবে থাকবেন এই পেসার। সবার আগ্রহও থাকবে এই পেসারের দিকেই। এছাড়া স্থানীয় ব্যাটসম্যানদের মধ্যে শাহরিয়ার নাফিস, জহুরুল ইসলাম অমি, নাজমুল হাসান শান্ত, হাসানুজ্জামানের দিকে নজর থাকবে দলগুলোর। অল রাউন্ডার শুভাগত হোম প্লেয়ার্স ড্রাফটে থাকবেন আগ্রহের তালিকায়। বোলারদের মধ্যে আরাফাত সানি, আব্দুর রাজ্জাক, আবুল হাসান রাজু, আবু হায়দার রনিদের নিয়েও হতে পারে কাড়াকাড়ি। উল্লেখ্য, আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর পঞ্চম আসরের খেলোয়াড় নিলাম বা প্লেয়ার ড্রাফট আগামী ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে রাজধানীর অভিজাত র্যালডিসন ব্লু হোটেলের গ্র্যান্ড বলরুমে। আর/১৭:১৪/১৫ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wfNgOM
September 16, 2017 at 12:40AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন