দেশের ৫ রাজ্যে নতুন রাজ্যপাল

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বরঃ উৎসবের মরসুমেই ৫টি রাজ্যে নতুন রাজ্যপালের নাম ঘোষিত হল। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই ৫ জন রাজ্যপালের নাম ঘোষণা করলেন। অসমের রাজ্যপালের পদে নিয়োগ করা হয়েছে প্রফেসর জগদীশ মুখিকে। এতদিন ওই পদে নিযুক্ত ছিলেন বানওয়ারিলাল। তামিলনাড়ুতে নিয়োগ করা হল পূর্ণ সময়ের রাজ্যপাল। সেখানে রাজ্যপাল হলেন বানওয়ারিলাল পুরোহিত। তামিলনাড়ুর পাশাপাশি বিহারেও পূর্ণ সময় রাজ্যপাল নিয়োগ করা হয়েছে সত্যপাল মালিককে।

অন্যদিকে, অরুণাচলের রাজ্যপালের দায়িত্বে এলেন ব্রিগেডিয়ার বিডি মিশ্র। মেঘালয়ের রাজ্যপাল হলেন গঙ্গা প্রসাদ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিযুক্ত হলেন দেবেন্দ্র কুমার জোশী।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2fF8wq6

September 30, 2017 at 04:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top