অবশেষে উচ্ছেদ হতে চলেছে মহানন্দা চরের খাটাল

শিলিগুড়ি, ৯ সেপ্টেম্বরঃ দীর্ঘ টালবাহানার পর অবশেষে গ্রিন ট্রাইবুনালের নির্দেশ কার্যকর হল। আদালত নির্দেশ দিয়েছিল, পরিবেশ দূষণ রক্ষায় আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে মুক্ত করতে হবে মহানন্দার চর। ওই নির্দেশ মোতাবেক আজ পুরসভার তরফে শিলিগুড়ির মহানন্দার চরে গজিয়ে ওঠা খাটালের উচ্ছেদ অভিযান চালানো হয়।

অভিযানের শুরুতে সেখানকার বাসিন্দারা একবার প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিল। তবে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন থাকায় তা কাজে আসেনি। এদিন সেচ দপ্তর, পুরসভা এবং পুলিশ মিলে এই অভিযান চালায়। পুরনিগম সূত্রে খবর, প্রায় ২০ থেকে ২৫টি খাটাল বা নির্মাণ ভাঙা হবে। পুরকর্তাদের বক্তব্য, অনেক আগেই এখানকার খাটালমালিকদের উঠে যাওয়ার কথা বলা হয়েছিল। কিছু কিছু খাটাল মালিক গবাদি পশু সরিয়ে দিলেও ঘরগুলি রেখে দিয়েছিল। আজকের এই উচ্ছেদ অভিযান নিয়ে এলাকায় উত্তেজনা থাকলেও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।

ছবিঃ সানি সরকার



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2gRU66d

September 09, 2017 at 02:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top