হোমনায় উৎসবমুখর পরিবেশে চলছে দুর্গা পূজা

নিজস্ব প্রতিবেদক ● চলতি বছর কুমিল্লার হোমনা উপজেলার ৪৩ টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে জেলার হিন্দু অধ্যুষিত এলাকাগুলোসহ হোমনা উপজেলায়ও এখন বিরাজ করছে সাজ সাজ রব পরিবেশ। নগর, গ্রাম সর্বত্র ঢাক-ঢোলের শব্দ শোনা যাচ্ছে। মঙ্গলবার রাতে হোমনা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি চন্দন লাল রায়কে সাথে নিয়ে ঘনিয়ারচর পূজা মন্ডপ, বাগমারা পূজা মন্ডপ, হোমনা পোদ্দার পাড়া পূজা মণ্ডপ ও হোমনা উপজেলা সদর কর্মকার পাড়া পূজা মন্ডপসহ বেশকয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ প্রদান করেন আওয়ামী লীগ নেতা এনামুল হক ইমন।

এ সময় মণ্ডপে এনামুল হক ইমন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন। ধর্ম যার যার- উৎসব সবার। সব ধর্মের মানুষের অংশগ্রহণে শারদীয় দুর্গোৎসব আরো আনন্দঘন হোক। জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের লক্ষে তিনি হোমনা-তিতাস উপজেলায় মানুষকে সাথে নিয়ে আগামী দিনে এই দুই উপজেলাকে কুমিল্লার মধ্যে মডেল উপজেলা হিসেবে গড়তে চান বলেও মন্তব্য করেন।

এসময় উপস্থিত ছিলেন হোমনা উপজেলা যুবলীগ সভাপতি এসএম আলাল, আসাদপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুল মালেক, সহ-সভাপতি হাফেজ মেম্বার ও সেক্রেটারি আবদুল হক, যুবলীগ নেতা জহির, কাইয়ূম সরকার, নাইম ভূইয়া, মোমিন, উপজেলা ছাএলীগের যুগ্ম-আহবায়ক ফয়সাল সরকার, জাহাঙ্গীর আলমসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।

হোমনার আসাদপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুল মালেক বলেন, হোমনা-তিতাসে যারা আওয়ামী লীগের পক্ষে এতো দিন নেতৃত্ব দিয়েছেন- তাদের তৃণমূলের মানুষের সাথে তেমন যোগাযোগ নেই। এই উপজেলায় যোগ্য নেতৃত্বের অভাবে সরকার ক্ষমতায় থাকার পরও গত কয়েক বছর যাবৎ আওয়ামীলীগ পিছিয়ে ছিল। বর্তমানে আওয়ামী লীগ নেতা এনামুল হক ইমন হোমনা-তিতাস উপজেলার মানুষের ঘরে ঘরে গিয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরছেন।  এতে জনসাধারনও তার ডাকে সারা দিয়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হচ্ছেন। তিনি হিন্দু সম্প্রদায়সহ সব শ্রেণী-পেশার মানুষের নিকট যাচ্ছেন। এ এলাকার আওয়ামী লীগের লোকজন এতো দিনে একজন আপন মানুষ পেয়েছেন।

এদিকে হোমনা থানার ওসি গোলাম রসুল নিজামি জানান, উপজেলার পুজা মন্ডপ এলাকাগুলোতে যেকোন ধরনে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছেন। মন্ডপ এলাকাগুলোতে পোশাকদারি পুলিশের পাশাপাশি সাদা পোশাকের নারী ও পুরুষ পুলিশ সদস্যরাও নিয়োজিত আছেন।

The post হোমনায় উৎসবমুখর পরিবেশে চলছে দুর্গা পূজা appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2hxD6Pc

September 27, 2017 at 01:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top