ঢাকা, ০৭ সেপ্টেম্বর- সম্প্রতি নায়করাজ রাজ্জাকের বড় ছেলে ও চিত্রনায়ক বাপ্পারাজের হস্তক্ষেপে চলচ্চিত্র পরিবারে আহ্বায়ক চিত্রনায়ক ফারুকের বাসায় মিমাংসার পথেই গেলেন সুপারস্টার অভিনেতা শাকিব খান। তবে এমন মিমাংসার পরও নাকি শোনা যাচ্ছিলো শাকিবকে এফডিসিতে এসে সবার কাছে ক্ষমা চাইতে হবে। এমন কথা শুনে বেঁকে বসেন শাকিব। এমন প্রস্তাব তিনিও নাকচ করে দেন। ফলে ঈদের আগে এফডিসিতে আসার কথা থাকলেও আসেননি তিনি। আর এবার এই বিষয়টি নিয়ে কথা বললেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। গেল ২৬ আগস্ট নায়করাজের স্মরণসভায় এফিডিসিতে এসেছিলেন বাপ্পারাজ। আর সেখানেই তিনি চলচ্চিত্রে ঐক্যের ডাক দিয়েছিলেন। চলচ্চিত্র পরিবারকে সবার বহিষ্কারাদেশ তুলে নেয়ার কথাও বলেছিলেন বাপ্পারাজ। যদি সবার বহিষ্কার তুলে না নেন তাহলে আর এফডিসিতে আসবেন না বলেও ঘোষণা দেন তিনি। তার এমন বক্তব্যে টনক নড়ে চলচ্চিত্র পরিবারের। শেষ পর্যন্ত তার মধ্যস্থতায় ঈদের আগেই চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক চিত্রনায়ক ফারুকের বাসায় সব দ্বন্দ্বের সমাধান হয়। চিত্রনায়ক ফারুকের কাছে দুঃখ প্রকাশ করেন শাকিব খান। সব সমস্যার সমাধান সেখানেই হয়ে যায়। চলচ্চিত্র পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিলো শাকিব খানের। দু দফায় তাকে বহিষ্কারও করা হয়েছিলো এই সংগঠন থেকে। কিন্তু শেষ পর্যন্ত চিত্রনায়ক বাপ্পারাজের মধ্যস্থতায় চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক ফারুকের উত্তরার বাসায় এসেছিলেন শাকিব খান। সেখানে ঘরোয়া পরিবেশে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এখানেই বৈঠকে শাকিব তার ভুল বুঝতে পারার বিষয়টি স্বীকার করেন। ভবিষ্যতে সবার সঙ্গে মিলেমিশে কাজ করার প্রতিশ্রুতি দেন বলে জানা গেছে। এসময় সেখানে ফারুক, বাপ্পারাজ ও শাকিব খান ছাড়াও উপস্থিত ছিলেন প্রখ্যাত চিত্রপরিচালক আমজাদ হোসেন, চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, নৃত্য পরিচালক সমিতির সভাপতি মাসুম বাবুল, প্রযোজক নেতা আরশাদ আদনান এবং শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নায়ক জায়েদ খান প্রমুখ। কিন্তু এরপর শোনা যায়, শাকিব খানকে এফডিসিতে এসেও সবার কাছে ক্ষমা চাইতে হবে। যা শুনে রীতিমত চটে যান শাকিব। তিনি এমন প্রস্তাব নাকচ করে দিয়ে ঈদের আগে এফডিসিতে গিয়ে মিষ্টিমুখ করার কথা থাকলেও পরে আর যাননি। এফডিসিতে গিয়ে ক্ষমা চাওয়ার বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়ক ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। ৬ সেপ্টেম্বর সালমান শাহ্র মৃত্যু বার্ষিকীতে শিল্পী সমিতি আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে উল্টো প্রশ্ন তুলেন, শাকিবকে কেনো এফডিসিতে এসে ক্ষমা চাইতে হবে? সেতো আমাদের পরিবারের অংশ। শাকিবের সঙ্গে ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই জানিয়ে জায়েদ খান বলেন, শাকিব ভাইয়ের সঙ্গে আমার কিন্তু ব্যক্তিগত কোনো সমস্যা নেই। রাজ্জাক ভাইয়ের লাশ যেদিন কবর দেওয়া হয়, সেদিন আমরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেছি। ফারুক ভাই সেদিন রাতে শাকিব ভাইকে বলেছিলেন, তোমার যদি সম্ভব হয় তাহলে এফডিসিতে গিয়ে সবার সঙ্গে মিষ্টিমুখ কইরো, তুমি আমারই ছোট ভাই, এই সিনেমা দিয়েই কিন্তু তোমার নাম-যশ হইছে।-তাকে কেন এফডিসিতে এসে মাফ চাইতে হবে? তার সঙ্গে যা ভুল-বোঝাবুঝি হয়েছে, তা তো ফারুক ভাইয়ের বাসায় সেদিন শেষ। মিমাংসার পরও তাহলে কে ছড়ালো যে শাকিবকে এফডিসিতে এসে সবার কাছে ক্ষমা চাইতে হবে? এমন প্রশ্নে জায়েদ খান বলেন, এফডিসিতো শাকিব ভাইয়েরই বাড়ি। সে কেনো ক্ষমা চাইতে এখানে আসবে? আসলে তৃতীয় একটি পক্ষ কোনোভাবেই চাচ্ছে না, শিল্পীরা সবাই এক হয়ে যাক। এই তৃতীয় পক্ষ বিভিন্ন পত্রিকার মাধ্যমে নানা বিবৃতি দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা একই পরিবারে আছি। দয়া করে কেউ বিভ্রান্তি ছড়াবেন না। আর/১৭:১৪/০৭ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wJQqJa
September 08, 2017 at 12:32AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন