জাপানের উপর দিয়ে ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া

সিওল, ১৫ সেপ্টেম্বরঃ প্রথমে পরমাণু বোমা ছুঁড়ে জাপানের চারটি দ্বীপ সমুদ্রে ডুবিয়ে দেওয়ার হুমকি। আর এরপরই জাপানের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া। এই নিয়ে তিন সপ্তাহে দু’বার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ল নর্থ-কোরিয়া। তাদের এই পদক্ষেপে বেজায় চটেছে জাপান সরকার।

এদিন সুনান এয়ারফিল্ড থেকে স্থানীয় সময় সকাল সাড়ে ৬টা নাগাদ ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয়। ১৭ মিনিট ওড়ার পর হোক্কাইডো পেরিয়ে প্রশান্ত মহাসাগরে আছড়ে পড়ে সেটি। এরপরই প্রশানসনের তরফে জাপানে এমারজেন্সি অ্যালার্ট জারি করা হয়। উত্তর কোরিয়ার এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছে জাপান সরকার। পাশাপাশি জাপানের তরফে জানানো হয়েছে, উত্তর কোরিয়ার এই পদক্ষেপ তারা কোনওভাবেই বরদাস্ত করবে না। যে কোনও পরিস্থিতির মোকাবিলা করার জন্য সরকারকে প্রস্তুত থাকার কথা বলেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।

এর আগে ২৯ তারিখও সুনান থেকে জাপানের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দাগে উত্তর কোরিয়া। সেই ক্ষেপণাস্ত্রটিও প্রশান্ত মহাসাগরে আছড়ে পড়ে। জাপানের উপর দিয়ে দ্বিতীয়বারের জন্য ক্ষেপণাস্ত্র পাঠানোয় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আমেরিকাও।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2h64Ryd

September 15, 2017 at 01:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top