মো. আবুল কাশেম, বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা সোমবার সকালে বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার। সভায় উপজেলার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ব্যাপারে ব্যাপক আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল হক, থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী, পল্লী বিদ্যুৎ সমিতি বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম কমলেশ চন্দ্র বর্মন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জালাল হোসাইন, শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, সমাজ সেবা কর্মকর্তা আবু ইউসুফ, ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য অসিত রঞ্জন দেব, ব্লাস্টের উপজেলা সমন্বয়কারী গীতা রাণী মোদক, উপজেলা সুজনের সাধারণ সম্পাদক মধু মিয়া, ইউপি সদস্যা জাহানারা বেগম।
সভায় মাদক-জুয়া পুরোপুরি বন্ধ করতে সকলের সার্বিক সহযোগী চান ওসি। বিশ্বনাথ নতুন বাজার ব্যাংক পাড়ায় চুরি’সহ অপরাধ দমনে আবারও সিসি ক্যামেরা স্থাপনের দাবি করেন বক্তারা। জঙ্গি-সন্ত্রাস প্রতিরোধে উপজেলার সর্বস্থরের জনসাধারণকে স্বজাগ দৃষ্টি রাখার আহবান করা হয়। বাসা ভাড়া প্রদানের ক্ষেত্রে ভাড়াটিয়াদের তথ্য ভালো করে যাচাই করে ভাড়া প্রদানের কথাও বলা হয়।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2wVFyZ1
September 11, 2017 at 10:34PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন