বেঙ্গালুরু, ২ সেপ্টেম্বরঃ বেসরকারিভাবে প্রস্তুত ইসরোর প্রথম স্যাটেলাইটের উৎক্ষেপণ ব্যর্থ হওয়ার পেছনে অতিরিক্ত ওজনই দায়ী। আজ এমনটাই জানিয়েছেন বৈজ্ঞানিকরা। নির্দিষ্ট মাত্রার অতিরিক্ত ওজনের কারণেই পিএসএলভি-সি৩৯ রকেটটি নির্দিষ্ট কক্ষপথে পৌঁছতে পারেনি।
ইসরোর স্যাটেলাইট সেন্টারের প্রাক্তন অধ্যক্ষ এস কে শিবকুমার জানিয়েছেন, এই রকেটের যা ডিজাইন, তাতে যতটা ওজন তোলা সম্ভব তার চেয়ে অন্তত ১ টন বেশি ওজন বয়ে নিয়ে যেতে হয়েছিল রকেটটিকে। ফলে রকেটের নিচে থাকা হিট শিল্ড আলাদা হতে পারেনি। যার জন্য প্রতি এক সেকেন্ডে এক কিলোমিটার করে গতিবেগ কমে যায় পিএসএলভি-সি৩৯ রকেটটির।
রকেটের উৎক্ষেপণের সময় বায়ুমণ্ডলের ঘর্ষণে সৃষ্টি হওয়া তাপ থেকে রকেটকে রক্ষা করে হিট শিল্ড। উৎক্ষেপণের পর কক্ষপথে পৌঁছে রকেট থেকে এই শিল্ড বিচ্ছিন্ন হয়ে যায়। তবে যান্ত্রিক গোলযোগের কারণে এক্ষেত্রে তা কার্যকর হয়নি। ফলে রকেটের গতি কমতে থাকায় নির্দিষ্ট লক্ষ্য পৌঁছতে সক্ষম হয়নি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2esGEBi
September 02, 2017 at 05:31PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন