ঢাকা, ১৬ সেপ্টেম্বর- সাকিব আল হাসানের বিশ্রাম নিয়ে অনেক কথাবার্তা, আলোচনা-সমালোচনা। সাকিব যদি বিশ্রামে যান, তাহলে বিশ্রাম চাইতেই পারেন তামিম ইকবাল কিংবা মুশফিকুর রহিমরা। কিন্তু বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম নিজেই জানিয়েছেন, তাঁর এমন কোনো পরিকল্পনা নেই। দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে আয়োজিত সংবাদ সম্মেলনে রসিকতা করেই বলেছেন, আমি এত বড় খেলোয়াড় হইনি যে আমাকে বিশ্রাম নিতে হবে। অন্যদিকে সাকিবের অনুপস্থিতি দলের জন্য বড ধাক্কা মানেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। কেননা তার বদলি ক্রিকেটার হিসেবে একজন অতিরিক্ত বোলার কিংবা ব্যাটসম্যান খেলানোর প্রয়োজন পড়ে। দক্ষিণ আফ্রিকা সফরে সাকিবকে মিস করবেন মুশফিক। তিনি বলেন, সাকিব না থাকলে তার জায়গায় দুইজনকে খেলাতে হয়। একজন ব্যাটসম্যান আরেকজন বোলার। তাকে মিস করবো। কিন্তু কিছু করার নেই। তাকে ছাড়া আমরা কেমন খেলি, সেটা দেখতে চাই। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। উল্লেখ্য, বাংলাদেশ দলের হয়ে মুশফিকুর রহিম খেলছেন দীর্ঘ ১২ বছর ধরে। সময়ের সাথে বদলেছেন নিজেকে। যেখানে দলের ক্রিকেটাররা সময় অনুযায়ী শেষ করে সেখানে তাঁদের চেয়ে ঘন্টাখানিক বেশি নেটে অনুশীলন করে থাকেন মুশফিকুর রহিম। ২০১৬ সাল জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ইনজুরিতে পড়ার আগে দলের হয়ে খেলেছেন একটানা ৯২টি ম্যাচ। আর/১৭:১৪/১৬ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wxsgOQ
September 16, 2017 at 11:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top