হোয়াটসঅ্যাপে মুক্তিপণের ভিডিও, তরুণ খুনে ধৃত বন্ধু

বেঙ্গালুরু, ২২ সেপ্টেম্বরঃ আয়কর আধিকারিকের ছেলেকে অপহরণ করে খুনের অভিযোগ উঠল। আজ বেঙ্গালুরুর রামোহাল্লি লেক থেকে ওই তরুণের দেহ উদ্ধার হয়। ঘটনায় ওই তরুণের এক ঘনিষ্ঠ বন্ধু সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ১২ সেপ্টেম্বর রাতে নিজের বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি বছর ১৯-র শরথ। এই ঘটনায় শরথের বাবা-মা থানায় অভিযোগ করেন। এদিন হোয়াটসঅ্যাপে একটি ভিডিও পান কিশোরের বাবা-মা। সেখানেই ছেলে তাঁদের কাছে মুক্তিপণ বাবদ ৫০ লক্ষ টাকা চেয়ে পাঠায়। এরপরই জোরকদমে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।

পুলিশ সূত্রে দাবি, জীবিত অবস্থায় শরথকে ছাড়লে বিপদ হতে পারে বুঝেই তাকে খুন করা হয়। এরপরে লেকের জলে দেহটি ফেলে দেয় অপহরণকারীরা। এই খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেফতার করা হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2wGdOsD

September 22, 2017 at 07:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top